সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তর সরকারি বৈঠকের ছবি দেখে ‘ফুলেরার পঞ্চায়েত’ মনে হচ্ছে। জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এ নীনা গুপ্তার চরিত্র মঞ্জু দেবী যেমন নামেই গ্রামের মুখিয়া ছিলেন। আদতে মুখিয়ার কাজ করতেন তাঁর স্বামীর চরিত্রে অভিনয় করা রঘুবীর যাদব। ঠিক তেমনই রেখা গুপ্তকেও কি চালনা করছেন তাঁর স্বামী মণীশ গুপ্ত?
মুখ্যমন্ত্রীর একটি সরকারি বৈঠকে মণীশের উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলে রেখাকে বিঁধল আম আদমি পার্টি (আপ)। সরকারি কর্মীদের সঙ্গে প্রশাসনিক স্তরের বৈঠকে দিল্লির মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেত্রী রেখা গুপ্তর পাশে বসা স্বামী মণীশের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আপের লেখা হয়েছে, ফুলেরার পঞ্চায়েত কি দিল্লির সরকার চালাচ্ছে? ‘ফুলেরা পঞ্চায়েত’ যেমন অ-নির্বাচিত পরিবারের সদস্য চালাতেন সেভাবেই চলছে রাজধানীও।
দিল্লি আপের সভাপতি সৌরভ ভরদ্বাজ বিজেপি সরকারকে তুলোধনা করে বলেন, “দিল্লি মুখ্যমন্ত্রীর স্বামী নিয়মিত সরকারি বৈঠকে উপস্থিত থাকেন। অফিসারদের সঙ্গে নানা বিষয়ে কথা বলেন, এমনকী নানা তদন্তেও অংশ নেন।” আপের অভিযোগ, রাজনীতিতে কংগ্রেসের পরিবারতন্ত্র নিয়ে বিজেপি প্রায়ই সরব হয়। কিন্তু ওরাও ভণ্ড। ওরাও পরিবারতন্ত্রকেই প্রচার করছে। সৌরভের প্রশ্ন, বিশ্বের সর্ববৃহৎ দলের মধ্যে কি কোনও একজন কর্মীও নেই যাঁকে মুখ্যমন্ত্রী বিশ্বাস করতে পারেন? কেন ওঁর স্বামীকে সরকারি ব্যবস্থার মধ্যে ঢোকানোর চেষ্টা করছেন?