দিল্লিতে ভরা রাস্তায় কুপিয়ে ‘খুন’ যুবককে, গ্রেপ্তার ৩

দিল্লিতে ভরা রাস্তায় কুপিয়ে ‘খুন’ যুবককে, গ্রেপ্তার ৩

স্বাস্থ্য/HEALTH
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভরা রাস্তায় কুপিয়ে খুন করা হল এক যুবককে। শনিবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দিল্লির শাহদরা জেলার রানি গার্ডেন এলাকায়। ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম যশ। তাঁর বয়স ১৯ বছর। এদিন সকলে তিনি রাস্তায় স্কুটার নিয়ে বেরিয়েছিলেন। সেই সময় তিন যুবকের সঙ্গে হঠাৎই বচসায় জড়িয়ে পড়েন যশ। ক্রমে সেই বচসা হাতাহাতিতে গড়ায়। এক পর্যায়ে যশকে এলোপাথাড়ি কোপাতে শুরু করেন এক অভিযুক্ত। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন যশ। তাঁর আর্তনাদে ছুটে আসেন আশপাশের স্থানীয় বাসিন্দারা। কিন্তু ততক্ষণে সেখান থেকে চম্পট দেয় অভিযুক্তরা। যশকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তদন্তে নেমে তিন জনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন আমান, রিহান এবং লাকি। কিন্তু ঠিক কী নিয়ে তাঁদের মধ্য়ে বচসা বাঁধে, তা এখনও স্পষ্ট নয়। অভিযুক্তরা মৃতের পূর্বপরিচিত কি না, তা-ও এখনও জানা যায়নি।

শাহদারা পুলিশের ডিসিপি প্রশান্ত গৌতম বলেন, “খুনের কারণ এখনও স্পষ্ট নয়। ধৃতদের জিজ্ঞাসাবাদের পরই গোটা বিষয়টি পরিষ্কার হবে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *