সোমনাথ রায়, নয়াদিল্লি: দিল্লির বসন্তকুঞ্জের জয় হিন্দ কলোনিতে কোনও বাঙালি উচ্ছেদ চলছে না। শুক্রবার এমনটাই জানাল কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়নমন্ত্রক। এরপরই কেন্দ্রকে আক্রমণ করে মেদিনীপুরের তৃণমূল সাংসদ জুন মালিয়া বলেন, “সঠিক তথ্য দিচ্ছে না সরকার।”
সম্প্রতি জয় হিন্দ কলোনির বাঙালি উচ্ছেদ নিয়ে কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়নমন্ত্রকের কাছে লিখিত প্রশ্ন করেন জুন। তিনি জানতে চান, জয় হিন্দ কলোনির উচ্ছেদ, জল এবং বিদ্যুৎ বন্ধ করে নেওয়া নিয়ে যে অভিযোগগুলি আসছে, তা সম্পর্কে সরকারের কাছে কোনও তথ্য আছে কিনা? এই উচ্ছেদে কতগুলি পরিবারের উপর প্রভাব পড়েছে? বাসিন্দাদের নাগরিকত্ব নিয়ে যে প্রশ্ন উঠছে, তা সরকার খতিয়ে দেখেছে কিনা? তাঁদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ নিয়েই বা সরকার কী ভাবছে?
জবাবে মন্ত্রক জানায়, দিল্লি ডেভলপমেন্ট অথরিটি (ডিডিএ) এই কলোনিতে কোনও উচ্ছেদ চালাচ্ছে না। আদালতের নির্দেশে দু’টি বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হলেও ডিডিএ-র কাছে জল ও বিদ্যুৎ বন্ধ করে দেওয়ার কোনও সরকারি অভিযোগও আসেনি। ফলে পুনর্বাসন বা ক্ষতিপূরণ দেওয়ার কোনও প্রশ্নই নেই। জবাব পেয়ে জুন জানান, সঠিক তথ্য দিচ্ছে না সরকার।