রঞ্জন মহাপাত্র, কাঁথি: আগামী শনিবার জন্মাষ্টমী। দিঘার জগন্নাথধামে এই প্রথমবার জন্মাষ্টমীর আয়োজন করা হয়েছে। ভক্তের ঢল নামবে বলেই আশা। তাই মন্দির চত্বরের নিরাপত্তা বাড়ানো হচ্ছে।
মন্দির কর্তৃপক্ষ সূত্রে খবর, জন্মাষ্টমীর দিন মন্দিরে আসা ভক্তদের জন্য সকাল থেকে মধ্যরাত পর্যন্ত একটানা ভক্তিমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জানা গিয়েছে, প্রতিদিন মন্দিরের দরজা রাত্রি সাড়ে ৮টায় বন্ধ করে দেওয়া হয়। কিন্তু জন্মাষ্টমীর বিশেষ দিন উপলক্ষে রাত সাড়ে ১২টা পর্যন্ত ভক্তদের জন্য মন্দিরের দরজা খোলা থাকবে। শনিবার জন্মাষ্টমীর দিন ভোর ৬টা থেকেই দর্শনার্থীরা মন্দিরে প্রবেশ করতে পারবেন।
জন্মাষ্টমীর দিন ভোরে জগন্নাথকে মঙ্গলারতি দিয়ে আরাধনা করা হবে। মন্দির চত্বরেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে নাম সংকীর্তন। সন্ধের পর গোটা মন্দির আলোকসজ্জায় সেজে উঠবে। তবে এখানেই শেষ নয়, প্রথম জন্মাষ্টমী উপলক্ষে ভক্তদের জন্য থাকছে একটি বিশেষ আকর্ষণ। এবার দিঘার জগন্নাথ মন্দিরে পূণ্যস্নিগ্ধ কলস অভিষেকের আয়োজন করা হয়েছে। জানা গিয়েছে, জন্মাষ্টমীর দিন মন্দিরে শ্রীকৃষ্ণের স্নানের জল কলসে করে রাখা হবে। যে সব ভক্ত সেই কলস নিতে চাইবেন তাঁরা আগে থেকে ৯৩৩৩০১২৩৪৫ নম্বরে ফোন করে বুক করতে পারবেন।
কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট তথা দিঘার জগন্নাথ মন্দিরের ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য রাধারমণ দাস বলেন, “প্রথমবার দিঘার জগন্নাথ মন্দিরে জন্মাষ্টমী উদযাপন হবে। সকাল থেকে শুরু হবে মঙ্গলারতি ও কীর্তন। দুপুরে প্রসাদ বিতরণ হবে। রাত ১২টায় হবে শ্রীকৃষ্ণ জন্মোৎসব পুজো।” এদিকে, জন্মাষ্টমী উপলক্ষে উপকূলীয় এলাকায় বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। শনিবার সকালে দিঘা জগন্নাথধামের পাশে থাকা নেচারপার্কে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করবেন জেলাশাসক পূর্ণেন্দু মাজী।