‘দায়িত্বশীল হোন, মদ্যপান করে গাড়ি চালালেই আড়ি’, ঠাকুরপুকুর কাণ্ডে প্রতিবাদ যশ-নুসরতের

‘দায়িত্বশীল হোন, মদ্যপান করে গাড়ি চালালেই আড়ি’, ঠাকুরপুকুর কাণ্ডে প্রতিবাদ যশ-নুসরতের

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিবাদ কিংবা উদযাপনের মাধ্য়মে প্রচার, টলিপাড়ায় নতুন নয়। গতবছর ‘যোগ্য’ আইপিএল চ্যাম্পিয়ন নাইটদের অভিনব শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিল টিম ‘অযোগ্য’। এবার ঠাকুরপুকুর কাণ্ডে প্রতিবাদী পোস্টার দিয়ে কড়া বার্তা যশ-নুসরতের। তারকাযুগল বলছেন, মদ্যপান করে গাড়ি চালালেই তাদের সঙ্গে ‘আড়ি’।

ঠাকুরপুকুরের দুর্ঘটনা নিয়ে তোলপাড় টলিপাড়া। তারকাদের সিংহভাগ প্রতিবাদে গর্জে উঠেছেন। ভিক্টো ওরফে সিদ্ধান্ত দাসের কড়া শাস্তির দাবিতে সরব হয়েছেন প্রত্যেকেই। এককথায়, তারকাদের প্রায় কেউই এহেন কুকীর্তিতে মদ্যপ পরিচালকের প্রতি সমবেদনা জানাতে নারাজ। সোমবারই তিন দিনের জেল হেফাজত হয়েছে ভিক্টোর। তাঁর পুরনো সহকর্মীরাও এহেন দায়িত্বজ্ঞানহীনতার জন্য নেটপাড়ায় গর্জে উঠেছেন। এদিকে, ভাগ্নির সঙ্গে ভিক্টোর নাম জড়ানোয় চটে গিয়েছেন রাজ চক্রবর্তীও। বুধবারই পরিচালক ‘ধিক্কার’ জানিয়ে নিজের মতামত ব্যক্ত করেছেন। এমন আবহে যশ দাশগুপ্ত এবং নুসরত জাহানও প্রতিবাদে সরব। বুধবারই আড়ির আবেগঘন ট্রেলারে দর্শক-অনুরাগীদের চোখ ভিজিয়েছেন যশ-নুসরত। তার চব্বিশ ঘণ্টা পেরতে না পেরতেই তারকাযুগল নতুন পোস্টার এনে জানিয়ে দিলেন, ‘মদ্যপান করে গাড়ি চালানো কোনওভাবেই সমর্থনযোগ্য নয়। সুস্থভাবে গাড়ি চালান এবং নিরাপদে থাকুন।’ পাশাপাশি পোস্টারে জ্বলজ্বল করছে- ‘যাঁরা মদ্যপান করে গাড়ি চালান, তাঁদের সবার সঙ্গে আড়ি’, লেখাটি।

পোস্টার প্রকাশ্যে আনার পাশাপাশি তারকাযুগল মুখও খুলেছেন এবিষয়ে। নুসরত জানিয়েছেন, “সকলের কাছে আমাদের আর্জি, তাঁরা যেন আরও দায়িত্ববান হয়ে ওঠেন। আমার আনন্দ যেন কারও নিরানন্দের কারণ না হয়ে ওঠে। নিজের পাশাপশি প্রত্যেকের জীবন খুব দামি। না হলেই ‘আড়ি’।” নুসরতের সুরেই যশের মন্তব্য, “দায়িত্বশীল নাগরিকদের মতো আচরণ করুন। নিজের এবং অন্যের পরিবারের কথা মাথায় রাখুন। মদ্যপান করে স্টিয়ারিংয়ে হাত নয়। সাবধানে গাড়ি চালান, নইলে কিন্তু আড়ি।”

 
 
 
 
 
View this publish on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nussrat Jahan (@nusratchirps)

প্রসঙ্গত, শনিবার রাতে শহরের এক পানশালায় পার্টিতে মেতেছিলেন সিরিয়ালের পরিচালক ভিক্টো, এক নামী চ্যানেলের কার্যনির্বাহী প্রযোজক শ্রিয়া বসু, অভিনেতা আরিয়ান ভৌমিক, ঋতুপর্ণা সেন, স্যান্ডি সাহারা। পানশালা থেকে ফেরার পথে আরিয়ানের বাড়িতে আড্ডার আসর বসে। সেখান থেকে সাতসকালে ফেরার পথেই মদ্যপ পরিচালকের গতির বলি এক ব্যক্তি। ছেলের বিয়ের মিষ্টির অর্ডার দিতে গিয়ে বেঘোরে প্রাণ হারাতে হল যাঁকে। জানা যায়, সিদ্ধান্তের গাড়ির ধাক্কায় ছ’জন জখম হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা এখনও আশঙ্কাজনক। ঘটনাস্থলের ভাইরাল ভিডিও নিয়ে ইতিমধ্যেই সরগরম নেটপাড়া। প্রশ্ন উঠেছে, টলিপাড়ার কাজের পরিবেশ নিয়েও। ‘নেশাগ্রস্থ অবস্থায় শুটিং ফ্লোরে প্রবেশের ছাড়পত্র কীভাবে পান অভিনেতা-অভিনেত্রীরা?’, পরিচালক শিলাদিত্য মৌলিকের প্রশ্নে শোরগোল পড়ে গিয়েছে। পাশাপাশি রবিবার ঠাকুরপুকুরের ভরা বাজারে এহেন দুর্ঘটনা, চোখে আঙুল দিয়ে নাগরিক হিসেবে ঘটনার সঙ্গে জড়িত সেলেবদের নৈতিকবোধ নিয়েও প্রশ্ন তুলে দিয়েছে। এমন আবহেই ‘আড়ি’র নতুন পোস্টার প্রকাশ্যে এনে কড়া বার্তা যশ-নুসরতের।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *