দলে থেকেও বাদ যশস্বী, কেন বুমরাহর বদলি নন সিরাজ? গম্ভীরের ‘KKR-প্রীতি’ নিয়ে উঠছে প্রশ্ন

দলে থেকেও বাদ যশস্বী, কেন বুমরাহর বদলি নন সিরাজ? গম্ভীরের ‘KKR-প্রীতি’ নিয়ে উঠছে প্রশ্ন

রাজ্য/STATE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে ছিটকে গিয়েছেন জশপ্রীত বুমরাহ। যা উদ্বেগে রাখছে দেশের ক্রিকেট ভক্তদের। সেই জায়গায় সুযোগ পেয়েছেন হর্ষিত রানা। অন্যদিকে প্রাথমিক দলে থাকা যশস্বী জয়সওয়ালকে পাঠিয়ে দেওয়া হয়েছে নন ট্র্যাভেলিং সাবের তালিকায়। সেখানে দলে ঢুকলেন স্পিনার বরুণ চক্রবর্তী। স্বাভাবিকভাবেই শেষ মুহূর্তের দুটি বদল নিয়ে উঠছে প্রশ্ন।

প্রথম প্রশ্নটা বুমরাহর বিকল্প নিয়ে। সম্প্রতি টেস্ট এবং টি-২০ অভিষেক হয়েছে হর্ষিতের। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে অভিষেকও হয়ে গিয়েছে। এ পর্যন্ত আহামরি কিছু না করলেও খুব খারাপ বল করেননি। অথচ হাতে মহম্মদ সিরাজের মতো বিকল্প ছিল। তাঁকেও রাখা হয়েছে নন ট্রাভেলিং সাবের দলে। বুমরাহর জায়গায় কি তিনি সুযোগ পেতে পারতেন না? প্রশ্ন তুলছেন ক্রিকেট ভক্তরা। অস্ট্রেলিয়া সফরে ‘খারাপ’ বল করেও সিরাজ ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। ওয়ানডে-তেও যথেষ্ট ধারাবাহিক। অথচ সেই জায়গায় এলেন হর্ষিত।

সাম্প্রতিক সময়ে বরুণ চক্রবর্তী যথেষ্ট ছন্দে রয়েছেন। তাঁর দলে ঢোকা নিয়ে কোনও প্রশ্ন নেই। বরং প্রশ্নটা যশস্বীর বাদ পড়া নিয়ে। অস্ট্রেলিয়ায় ভারতের সেরা ব্যাটার তিনি। সেই জন্যই তো ডাক পেয়েছিলেন ওয়ানডে দলে। সেখানে অভিষেকের পরের ম্যাচেই বাদ পড়েন। অভিষেক ম্যাচে অবশ্য রান পাননি। কিন্তু এক ম্যাচের ব্যর্থতার পরই যদি বাদ দিতে হয়, তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দলে নেওয়াই বা হয়েছিল কেন? প্রশ্ন তুলছেন অনেকে। আর এখন তাঁকে কোন যুক্তিতে বাদ দেওয়া হল, সেটাও জানানো হয়নি।

সব মিলিয়ে টিম ইন্ডিয়ার অন্দরমহলের ছবিটা কীরকম, সেটা নিয়ে কৌতূহল বাড়ছে সমর্থকদের মধ্যে। অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষায় দলের ক্ষতি হচ্ছে, এই নিয়ে অনেক প্রাক্তনই সরব। আর ঘটনা হচ্ছে হর্ষিত ও বরুণ, দুজনেই কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার। যার মেন্টর ছিলেন গম্ভীর। সেটাই কি নির্ণায়ক শক্তি হয়ে উঠল চূড়ান্ত দল নির্বাচনের ক্ষেত্রে? সোশাল মিডিয়ায় প্রশ্ন তুলছেন অনেকে। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *