দর্শনার্থীদের জন্য বিশ্বমানের পরিষেবা, উত্তরপ্রদেশ বিধানসভায় পেশ বাঁকে বিহারী টেম্পল ট্রাস্ট বিল

দর্শনার্থীদের জন্য বিশ্বমানের পরিষেবা, উত্তরপ্রদেশ বিধানসভায় পেশ বাঁকে বিহারী টেম্পল ট্রাস্ট বিল

স্বাস্থ্য/HEALTH
Spread the love


হেমন্ত মৈথিল: উত্তরপ্রদেশ বিধানসভা অধিবেশনে বাঁকে বিহারী টেম্পল ট্রাস্ট বিল পেশ হল। বুধবার পেশ হওয়া এই বিলটির মূল উদ্দেশ্য, মন্দিরের প্রণামী, অনুদান এবং স্থাবর-অস্থাবর সমস্ত সম্পত্তির উপর ট্রাস্টের কর্তৃত্ব অর্পণ করা। এছাড়াও স্বামী হরিদাসের আদর্শ এবং মন্দিরের সমস্ত প্রথা যেন অপরিবর্তিত থেকে পালিত হয় সেদিকেও নজর রাখবে এই ট্রাস্ট।

জানা গিয়েছে, মোট ১৮ জন সদস্য থাকবেন ট্রাস্টে। তাঁদের মধ্যে ১১ জন মনোনীত। বাকি সাতজন থাকবেন এক্স অফিসিও মেম্বার। তিন বছরের মেয়াদ থাকবে প্রত্যেক সদস্যের। তবে প্রত্যেক সদস্যকে সনাতনী হিন্দু হতে হবে। এক্স অফিসিওদের মধ্যে যদি কেউ অহিন্দু থাকেন তাহলে তাঁর অধস্তন কাউকে ট্রাস্টের সদস্যপদ দেওয়া হবে। তিনমাস অন্তর ট্রাস্ট একবার করে বৈঠকে বসবেই। মন্দিরের জন্য ২০ লক্ষ টাকা পর্যন্ত সম্পত্তি কেনার অধিকার থাকবে ট্রাস্টের হাতে। তার বেশি মূল্যের সম্পত্ত কিনতে হলে সরকারি অনুমতি লাগবে।

বিলে আরও বলা হয়েছে, বাঁকে বিহারী মন্দিরের পুণ্যার্থীদের বিশ্বমানের পরিষেবা দেওয়ার কাজ করবে এই ট্রাস্ট। দর্শনের সময় নির্ধারণ, পুরোহিতদের নিয়োগ এবং বেতন নির্ধারণ, দর্শনার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং মন্দিরের প্রশাসনিক কাজের দায়িত্বও ট্রাস্টের হাতে থাকবে। প্রসাদ বিতরণ, বিশেষভাবে সক্ষম এবং সিনিয়র সিটিজেনদের জন্য পৃথক দর্শন পথ, পানীয় জল, বিশ্রাম নেওয়ার বেঞ্চের ব্যবস্থা করবে ট্রাস্ট। দর্শনার্থীদের থাকার জন্য থাকবে হোটেলের ব্যবস্থাও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *