সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দরজায় বারবার বেল বাজিয়েছে ডেলিভারি বয়। মেজাজ হারিয়ে সটান এয়ারগান তাক করে ডেলিভারি বয়কে গুলি করার অভিযোগ উঠল মুম্বইয়ের এক বাসিন্দার বিরুদ্ধে। যদিও ঘটনায় হতাহতের কোনও খবর নেই বলেই জানিয়েছে মুম্বই পুলিশ।
স্থানীয়রা জানাচ্ছেন, মুম্বইয়ের লোয়ার প্যারেল রোডের ওই বাসিন্দার নাম অবিনাশ কুমার সিং। অভিযোগ উঠছে, ওই ব্যক্তি ফোনে ওষুধের অর্ডার দেন। তবে প্যাকেজ বাড়িতে এসে পৌঁছনোর পর তিনি দাবি করেন, ভুল ওষুধ এসেছে। ওষুধগুলি নিতে তিনি অস্বীকার করেন। এই নিয়েই ডেলিভারি বয়ের সঙ্গে শুরু হয় তর্কাতর্কি। হঠাৎই এয়ার গান থেকে গুলি চালান ওই ব্যক্তি। পুলিশ এসে জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত ও ডেলিভারি বয় দু’জনকেই থানায় নিয়ে যায়।
পুলিশের কাছে বয়ানে অভিযুক্ত সৌরভ কুমার জানিয়েছেন, তিনি স্থানীয় দোকান থেকে ওষুধ অর্ডার করেছিলেন। তবে ডেলিভারি বয়ের বিরক্তিকর আচরণে তিনি ক্ষুব্ধ হন। তাঁর দাবি, ডেলিভারি বয় একাধিকবার দরজার ঘণ্টা বাজালে রাগের বশে তিনি এয়ার গান দিয়ে আকাশে গুলি ছোড়েন। কাউকে আঘাত করার কোনও ইচ্ছেই তাঁর ছিল না। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে মামলা রুজু করেছে মুম্বই পুলিশ। ঘটনায় কেউ আহত না হলেও প্রতিবেশী অবিনাশের কাণ্ডজ্ঞানের কথা ভেবেই ভয় পাচ্ছেন তাঁর প্রতিবেশীরা।