দরজায় তালা ঝুলিয়ে চাবি রাস্তায় ফেলে গেল বিজেপি, দপ্তরে একঘণ্টা আটকে স্বাস্থ্য আধিকারিকরা

দরজায় তালা ঝুলিয়ে চাবি রাস্তায় ফেলে গেল বিজেপি, দপ্তরে একঘণ্টা আটকে স্বাস্থ্য আধিকারিকরা

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


শেখর চন্দ্র, আসানসোল: ডিআই অফিসের মূল গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাল বিজেপি। শুধু তাই নয়, চাবি রাস্তায় ফেলে দেওয়ার অভিযোগও উঠল। আর তার ফলে দীর্ঘক্ষণ অফিসের ভিতরে আটকে থাকলেন স্বাস্থ্যকর্মী, আধিকারিকরা। ঘটনা ঘিরে আজ শুক্রবার ব্যাপক উত্তেজনা ছড়াল আসানসোলে। পরে পুলিশ সেই চাবি খুঁজে বার করে। এই নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে স্বাস্থ্য আধিকারিকদের মধ্যে।

এদিন শিক্ষা দপ্তরের উপর ক্ষোভপ্রকাশ বিজেপির। গতকালই সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের ২৬ হাজার এসএসসি শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরি খোয়া গিয়েছে। বিভিন্ন জায়গায় বিজেপির তরফে ক্ষোভও দেখা গিয়েছে। আজ শুক্রবার আসানসোল জেলা স্কুল শিক্ষা দপ্তরে অভিযান চালায় বিজেপি। ওই একই ভবনে আসানসোল জেলা শিক্ষা দপ্তরও রয়েছে। এদিন বিজেপির কর্মী-সমর্থকরা সেখানে জড়ো হন। স্লোগানিং চলতে থাকে। এরপরই বাইরের মূল গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। বিক্ষোভ চলছে থাকে গেটের বাইরে।

পরবর্তীতে বিক্ষোভকারীরা সেখান থেকে ফিরে যান। এদিকে দরজায় তালা ঝোলানো থাকায় স্বাস্থ্যকর্মীরা ভিতরে আটকে পড়েন। বিজেপির বিক্ষোভে স্বাস্থ্য দপ্তরের কর্মী-আধিকারিকদের আটকে থাকা নিয়ে চাঞ্চল্য ছড়ায়। একঘণ্টা তাঁরা আটকে থাকেন সকলে। পুলিশ ঘটনাস্থলে গেলে দ্রুত তালা খোলার দাবি জানানো হয়। স্বাস্থ্য আধিকারিক সোমনাথ মণ্ডলের ক্ষোভ, ৩০টি স্বাস্থ্যকেন্দ্র তাঁদের আওতায়। তাঁরা কাজে যেতে পারছেন না। শিক্ষা দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ রয়েছে। কেন স্বাস্থ্য দপ্তরের লোকজন আটকে থাকবেন? সেই প্রশ্ন তিনি তোলেন।

প্রথমে পুলিশ মূল ফটকের তালা ভাঙার চেষ্টা করে। কিন্তু পুলিশ ব্যর্থ হয়। শেষপর্যন্ত পুলিশ চাবি খোঁজার কাজ শুরু করে। শেষপর্যন্ত রাস্তার ধারেই সেই চাবি পড়ে থাকতে দেখা যায়। সেই চাবি দিয়ে পরে দরজা খোলা হয়। তারপরই সকলে বাইরে বেরতে পারেন। যদিও এই বিষয় নিয়ে বিজেপি নেতৃত্ব কোনও মন্তব্য করেননি।

 

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *