সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নামের গেরোয় দফায় দফায় বন্ধ হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট। যার জেরে কর্মক্ষেত্রে পড়তে হচ্ছে বিপুল ক্ষতির মুখে। রীতিমতো অতিষ্ঠ হয়ে এবার মেটার বিরুদ্ধে মামলা দায়ের করলেন এক আইনজীবী। তবে তাৎপর্যপূর্ণ বিষয় হল, যে ব্যক্তি মামলা দায়ের করেছেন তাঁর নাম মার্ক জুকারবার্গ। অর্থাৎ এক মার্ক জুকারবার্গ মামলা দায়ের করলেন অন্য এক জুকারবার্গের বিরুদ্ধে। ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল শুরু হয়েছে।
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মার্ক জুকারবার্গ নামে ওই আইনজীবী আমেরিকার ইন্ডিয়ানার বাসিন্দা। গত ৩৮ বছর ধরে আইনের পেশায় যুক্ত। তাঁর অভিযোগ সম্পূর্ণ অন্যায়ভাবে গত ৮ বছরে ৫ বার তাঁর অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে। প্রতিবারই দাবি করা হয়েছে, তিনি অন্য কারও নাম ভাঁড়িয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন। বার বার এই ঘটনার জেরে কয়েক হাজার ডলার আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে তাঁকে। তাঁর প্রচুর মক্কেল ফেসবুক মারফৎ তাঁর সঙ্গে যোগাযোগ করেন। সেটি বন্ধ হওয়ায় বিপুল ক্ষতি হয়েছে তাঁর। এর ফলেই ম্যারিয়ন সুপিরিয়র কোর্টে মেটা বা ফেসবুকের বিরুদ্ধে দায়ের হয়েছে এই মামলা। শুধু তাই ন, আইনজীবীর দাবি মেটা তাঁর ১১০০০ ডলার মূল্যের বিজ্ঞাপন সরিয়ে তাঁর সঙ্গে হওয়া চুক্তি লঙ্ঘন করেছে।
আইনজীবী জুকারবার্গ বলেন, মেটা অ্যাকাউন্ট বন্ধ হওয়ার পর পুনরায় তা চালু করার জন্য সংস্থা যা বলেছে তাই তিনি করেছেন। ছবিযুক্ত আইডি, ক্রেডিট কার্ড এবং নিজের বেশ কয়েকটি ছবিও দেন। সংস্থার তরফে জানানো জানানো হয়, যদি এই স্থগিতাদেশ সঠিক নয় বলে মনে হয়হ তাহলে আপিন করতে পারেন। পরদিনই আমই আপিল করি। কিন্তু ৪ মাস পরও ওদের তরফে কোনও প্রত্যুত্তর আসেনি।
আইনজীবীর দাবি, শেষবার যখন অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছিল, তা পুনরায় খুলতে ৬ মাস লেগে যায়। আমি জানি না আর কীভাবে তাদের দৃষ্টিআকর্ষণ করব! তবে মেটার তরফে এই অ্যাকাউন্ট বন্ধের বিষয়টিকে অনিচ্ছাকৃত ভুল বলে দাবি করা হয়েছে। এবং ভবিষ্যতে এটা যাতে না হয় সেদিকে খেয়াল রাখা হবে বলে জানানো হয়েছে। তবে আইনজীবীর অনুমান, হতে পারে মেটার প্রধান মার্ক জুকারবার্গের নামের সঙ্গে তাঁর নামের মিল থাকার কারণে অ্যাকাউন্ট বন্ধ করছে সংস্থা। তবে এর জেরে তাঁর পেশার বিপুল ক্ষতি হচ্ছে।