দখল হচ্ছে মন্দিরের জমি, দেবালয়ে পৌঁছানোর পথেও পাঁচিল, পাকিস্তানে বিক্ষোভ হিন্দুদের

দখল হচ্ছে মন্দিরের জমি, দেবালয়ে পৌঁছানোর পথেও পাঁচিল, পাকিস্তানে বিক্ষোভ হিন্দুদের

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবৈধভাবে দখল করে নেওয়া হচ্ছে মন্দিরের জমি। এরই প্রতিবাদে রবিবার বিক্ষোভ দেখালেন পাকিস্তানে বসবাসকারী হিন্দুরা। তাঁদের অভিযোগ, পাকিস্তানের হায়দরাবাদ শহরে একটি মন্দিরের প্রায় ছ’একর জমি জবর দখল হয়ে গিয়েছে। এরই প্রতিবাদে এদিন করাচি থেকে প্রায় ১৮৫ কিলোমিটাকর দূরে মুসা খতিয়ান জেলার তান্দোজাম শহরে বিক্ষোভে শামিল হন হিন্দু সম্প্রদায়ের মানুষজন।

আন্দোলনকারীদের মধ্যে শীতল মেঘওয়ার বলেন, “ইতিমধ্যেই মন্দিরের জমি দখল করে অবৈধ নির্মাণ শুরু করা হয়েছে। এরই প্রতিবাদে সকলে প্রতিবাদে শামিল হয়েছে৷” রামসুন্দর নামে আরও এক আন্দোলনকারীর বক্তব্য, “অবৈধভাবে মন্দিরের আশেপাশে নির্মাণ করা হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”এদিকে মন্দিরের জমি দখল ও অবৈধ নির্মাণের বিরুদ্ধে সরকারের কাছে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবা জানান বিক্ষোভকারীরা।

আন্দোলনকারীদের আরও অভিযোগ, অবৈধ নির্মাণের পাশাপাশি শিব মন্দিরে প্রবেশের রাস্তাগুলি বন্ধ করে দেওয়া হচ্ছে। এর জেরে মন্দিরে যাতায়াত করা কঠিন হয়ে পড়ছে৷ পাকিস্তান দলিত ইত্তেহাদ প্রধান শিবা কাচির অভিযোগ, “প্রশাসনকে লিখিত অভিযোগ জানানোর পরেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।” এদিন আন্দোলনকারীরা হুশিয়ারি দেন, প্রশাসন যদি এই ঘটনার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেয় তাহলে বৃহত্তর আন্দোলন করা হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *