দক্ষিণ কোরিয়াকে হারিয়ে চতুর্থবার হকিতে এশিয়াসেরা ভারত, বিশ্বকাপেও যোগ্যতা অর্জন হরমনপ্রীতদের

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে চতুর্থবার হকিতে এশিয়াসেরা ভারত, বিশ্বকাপেও যোগ্যতা অর্জন হরমনপ্রীতদের

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হকি এশিয়া কাপে একতরফা দাপট ভারতের। ফাইনালে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়ে চতুর্থবারের জন্য এশিয়া কাপ জিতে নিল ভারত। জোড়া গোল করলেন দিলপ্রীত সিং, বাকি দুটি গোল সুখজিৎ সিং ও অমিত রোহিদাসের। গ্রুপ থেকে ফাইনাল, গোটা টুর্নামেন্টে একটা ম্যাচও হারেননি হরমনপ্রীত সিংরা। আর ফাইনালে কোরিয়াকে উড়িয়ে সরাসরি হকি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল ভারত।

বিহারের রাজগীরে ফাইনাল শুরুর আগেই ভারতের জন্য আদর্শ পরিবেশ তৈরি হয়ে ছিল। গোটা স্টেডিয়াম সম্পূর্ণ ভর্তি। সবসময় শোনা যাচ্ছে ‘ইন্ডিয়া, ইন্ডিয়া’ ধ্বনি। সেটার ফায়দা তুলতে বেশিক্ষণ লাগল না ভারতের। ম্যাচ শুরুর ৩৪ সেকেন্ডের মধ্যে গোল পান সুখজিৎ সিং। আগের ম্যাচে চিনকে ৭-০ গোলে হারিয়েছিল ভারত। মনে হচ্ছিল, সেরকম স্কোরবোর্ডেরই পুনরাবৃত্তি হবে। কিন্তু প্রথমার্ধে যে সেই ছবিটা তৈরি হয়নি, তার কারণ গোল করার ব্যর্থতা। ম্যাচে পুরো নিয়ন্ত্রণ ছিল ভারতের। মুর্হুমুহু আক্রমণও শানিয়েও খুব বেশি লাভ হয়নি ভারতের। দ্বিতীয় কোয়ার্টারের শেষের দিকে লং বল নামিয়ে গোল করেন দিলপ্রীত সিং। প্রথমার্ধে ভারত এগিয়ে ছিল ২-০ গোলে।

দ্বিতীয়ার্ধে বরং দক্ষিণ কোরিয়াকে আরও আগ্রাসী দেখায়। একাধিক পেনাল্টি কর্নারও পায়। কিন্তু সেগুলো কাজে লাগাতে পারেনি তারা। তৃতীয় কোয়ার্টারের শেষ থেকে ম্যাচের রাশ পুরোপুরি চলে আসে ভারতের হাতে। ৫০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন। তার কিছুক্ষণের মধ্যেই ৪-০ করেন অমিত রোহিদাস। কোরিয়ার রক্ষণ ভেবেছিল পেনাল্টি কর্নারের শট নেবেন অধিনায়ক হরমনপ্রীত। কিন্তু সবাইকে চমকে দিয়ে গোলার মতো শটে গোল করেন অমিত। ভারত ৪-০ এগিয়ে যাওয়ায় চতুর্থ কোয়ার্টারে চমক বেশি ছিল না। তারপরও একটি গোল শোধ করে দক্ষিণ কোরিয়া। শেষ পর্যন্ত ভারত জেতে ৪-১ গোলে।

গোটা টুর্নামেন্টে অপরাজিত ভারত। গ্রুপ পর্বে চিন, জাপান, কাজাখস্তানকে হারান হরমনপ্রীতরা। সুপার ফোরে এই দক্ষিণ কোরিয়ার কাছেই ২-২ গোলে আটকে গিয়েছিল। এদিন অবশ্য দাপটের সঙ্গেই এশিয়া কাপ জিতে নিল ভারত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *