সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাসবাদ নিয়ে পাক দ্বিচারিতা গোটা বিশ্বের সামনে তুলে ধরতে যে সাতটি সর্বদলীয় কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির সদস্যদের তালিকা প্রকাশ করল কেন্দ্র। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু শনিবার সোশাল মিডিয়ায় সব দলের সাংসদদের তালিকা প্রকাশ করেছেন। কোন প্রতিনিধিদল কোন দেশে যাবে, সেটাও ঘোষণা করেছেন তিনি।
One mission. One message. One Bharat
![]()
Seven All-Occasion Delegations will quickly have interaction key nations beneath #OperationSindoor, reflecting our collective resolve towards terrorism.Right here’s the checklist of MPs & delegations representing this united entrance. https://t.co/1igT7D21mZ pic.twitter.com/3eaZS21PbC
— Kiren Rijiju (@KirenRijiju) May 17, 2025
প্রত্যাশিতভাবেই কেন্দ্রের দেওয়া তালিকায় এনডিএ সদস্যদের আধিক্য রয়েছে। কংগ্রেস যে ৪ সাংসদের তালিকা দিয়েছিল, তাঁদের মধ্যে মাত্র একজনকে তালিকায় ঠাঁই দিয়েছে কেন্দ্র। শুধু আনন্দ শর্মাকে রাখা হয়েছে একটি প্রতিনিধি দলে। লোকসভায় কংগ্রেসের ডেপুটি লিডার গৌরব গগৈ, রাজ্যসভার সাংসদ ড. সইদ নাসির হুসেন এবং লোকসভার সাংসদ অমরিন্দর সিং রাজা ওয়ারিংকে কোনও প্রতিনিধি দলে রাখা হয়নি। তবে তালিকার বাইরে থেকে একাধিক কংগ্রেস নেতাকে বিভিন্ন প্রতিনিধি দলে রাখা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন সলমন খুরশিদ, মণীশ তিওয়ারিরা। তৃণমূলের প্রতিনিধি একমাত্র ইউসুফ পাঠান।
সোশাল মিডিয়ায় সাংসদদের তালিকা প্রকাশ করে কিরেন রিজিজু বলেছেন, “একটাই মিশন, একটাই বার্তা, ঐক্যবদ্ধ ভারত। এই সর্বদলীয় প্রতিনিধি দলগুলি আমাদের সন্ত্রাসবাদ বিরোধী সম্মিলিত সংকল্পকে বিশ্বের সামনে তুলে ধরবে।” প্রতিনিধিদলগুলি কারা কোন দেশে যাবে সেটাও নির্ধারণ করা হয়েছে খুব পরিকল্পিতভাবে। যেমন আসাদউদ্দিন ওয়েইসি, গুলাম নবি আজাদকে পাঠানো হচ্ছে মুসলিম প্রধান সৌদিতে। শশী থারুরের কূটনৈতিক জ্ঞানকে আমেরিকায় ব্যবহার করতে চাইছে কেন্দ্র।
পহেলগাঁও সন্ত্রাস এবং অপারেশন সিঁদুরের পর ভারতের অবস্থান এবং পাকিস্তান কীভাবে প্রত্যক্ষে জঙ্গিদের মদত দিচ্ছে, সেটা গোটা বিশ্বের সামনে তুলে ধরতে চায় ভারত। শশী থারুরকে আমেরিকাগামী প্রতিনিধিদলের মাথা করা হয়েছে। শশী ছাড়াও আরও ছয় সাংসদের নাম ঘোষণা করা হয়েছে কমিটিগুলির শীর্ষপদে। তাঁরা হলেন রবিশংকর প্রসাদ (বিজেপি), সঞ্জয়কুমার ঝা (জেডিইউ), বৈজয়ন্ত পাণ্ডা (বিজেপি), কানিমোঝি করুণানিধি (ডিএমকে) ও সুপ্রিয়া সুলে (এনসিপি)।