থাইল্যান্ডে অঙ্কুশের সঙ্গে রোম্যান্স কৌশানীর! ‘রক্তবীজ ২’-এর কোন টুইস্ট ফাঁস হল?

থাইল্যান্ডে অঙ্কুশের সঙ্গে রোম্যান্স কৌশানীর! ‘রক্তবীজ ২’-এর কোন টুইস্ট ফাঁস হল?

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অঙ্কুশের প্রেমে ‘রাতজাগা পাখি’ হয়েছেন কৌশানী। থাইল্যান্ডে তারকাজুটির রোম্যান্স জমে ক্ষীর! মঙ্গলবার মহাচমক নিয়ে হাজির উইন্ডোজ। ব্যাপারটা কী? আসলে ‘রিয়েল’ নয়, ‘রিল লাইফে’ই নন্দিতা-শিবপ্রসাদের ফ্রেমে রোম্যান্টিক মেজাজে ধরা দিয়েছেন অঙ্কুশ-কৌশানী। আর এদিন তাঁদের পর্দার প্রেমের গাথা নিয়ে প্রকাশ্যে এল ‘রক্তবীজ ২’ ছবির তৃতীয় গান। যেখানে মুনির-আয়েশা একে-অপরকে বলছে- ‘তোমার প্রেমে রাতজাগা পাখি হয়ে থাকি/ বেকার ভিড়ে খুঁজেছে তোমায় আমার আঁখি।’

দিন কয়েক আগে ‘ও বাবুর মা’ গান প্রকাশ্যে এনে ‘ভাষা বিদ্বেষে’র মাঝে দুই বাংলাকে মিলিয়ে দিয়েছিলেন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। ‘রক্তবীজ’ সিক্যুয়েলের পরবর্তী গান ‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে যেও না…’ ইতিমধ্যেই দর্শক-শ্রোতাদের মধ্যে সাড়া ফেলে দিয়েছে। নুসরত জাহানের আইটেম ডান্স দেখে তোলপাড় রাজ্য। মঙ্গলবার সকালে প্রকাশ্যে এল সিনেমার তৃতীয় গান ‘দিওয়ানা বানাইসেন’। যেখানে সন্ত্রাসবাদী মুনির আলমকে দেখা গেল আয়েশার প্রেমিক অবতারে। আর সেই মিউজিক ভিডিওতেই ফাঁস ‘রক্তবীজ’ সিক্যুয়েলের গল্পের বড়সড় টুইস্ট! কীরকম?

আগেই জানা গিয়েছিল যে, অঙ্কুশ এই সিনেমায় একজন ডাক্তারের ভূমিকায় অভিনয় করছেন। সেইজন্যই ট্রেলারে মুনির আলমের মুখে শোনা গিয়েছিল সেই সংলাপ- “যে জীবন দিতে পারে, সে জীবন নিতেও পারে।” এবার নতুন গানের ঝলকে কৌশানীর চরিত্রের সঙ্গে পরিচয় করালেন পরিচালক-প্রযোজকদ্বয়। অভিনেত্রীকেও পাওয়া যাবে ডাক্তারের চরিত্রে।
গল্পে ‘মুনির’ অঙ্কুশের প্রেমিকা ‘আয়েশা’ কৌশানী। ডাক্তারি পড়তে গিয়েই প্রেম মুনীর-আয়েশার! একে-অপরকে বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছে। থাইল্যান্ডের প্রেক্ষাপটে দুই চরিত্রের প্রেমের কিছুটা ঝলক ইতিমধ্যেই দেখা গিয়েছে গানে। আর সেটা দেখেই দর্শকদের কৌতূহল, ‘তাহলে মুনির সন্ত্রাসবাদী হল কীভাবে?’ জানতে হলে অপেক্ষার প্রহর আরেকটু বাড়াতে হবে। কারণ পুজোর মরশুমে মুক্তি পাচ্ছে ‘রক্তবীজ ২’।

তেইশের পুজোর বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছিল ‘রক্তবীজ’। এবারও পঁচিশের পুজোর পর্দা কাঁপানোর জন্য প্রস্তুত নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। কারণ উৎসবের মরশুমেই মুক্তি পাবে ছবিটির সিক্যুয়েল। বছর দুয়েক আগে মুক্তিপ্রাপ্ত অ্যাকশন প্যাকড থ্রিলার ‘রক্তবীজ’ একের পর এক রেকর্ড গড়েছিল। বাংলার গণ্ডি পেরিয়ে জাতীয় স্তরেও বহুল প্রশংসিত হয়েছে ‘পুলু’ ওরফে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ভূমিকায় ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের অভিনয়। এবার সিক্যুয়েলেও যে সারপ্রাইজ রেখেছেন টলিপাড়ার ‘হিটমেশিন’ পরিচালকদ্বয় নন্দিতা-শিবপ্রসাদ, তা ছবির গান-টিজার ঘিরে এহেন উন্মাদনাই বলে দেয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *