সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলি সুপারস্টার সলমন খান একের পর এক হুমকি পেয়েছেন লরেন্স বিশ্নোই ও তাঁর দলের থেকে। প্রাণনাশের হুমকি থেকে তারকার বাড়ি ‘গ্যালাক্সি’ লক্ষ করে গুলি ছোড়া- সবই ঘটেছে ভাইজানের সঙ্গে। এমনকী প্রাতঃভ্রমণে বেরিয়ে হুমকি পেয়েছিলেন সলমনের বাবা সেলিম খানও। এবার সেই একইরকম হুমকি পেলেন আরেক বলিউড অভিনেতা অভিনব শুক্লা। অভিনেতার দাবি, হুমকিদাতা নিজেকে লরেন্স বিশ্নোইয়ের দলের লোক বলে জানিয়েছে।
অভিনব নিজের সোশাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে এই হুমকির বিষয়টি প্রকাশ্যে আনেন। তিনি জানিয়েছেন, অঙ্কুশ গুপ্ত নামে এক ব্যক্তির কাছ থেকে তিনি সমাজমাধ্যমে এই হুমকি পেয়েছেন। সেই ব্যক্তি লিখেছেন, “আমি লরেন্স বিশ্নোইয়ের লোক। তোমার বাড়ির ঠিকানা আমার জানা আছে। আসব নাকি? সলমন খানের বাড়িতে যেমন গুলি করেছিলাম। তোমার বাড়িতেও একে৪৭ দিয়ে তেমনই গুলি চালাব।” এই হুমকিবার্তা সমাজমাধ্যমে শেয়ার করে অভিনেতার আবেদন, “আমার পরিবারকে খুনের হুমকি দেওয়া হয়েছে। দেখে মনে হচ্ছে, এই ব্যক্তি চণ্ডীগড় বা মোহালির বাসিন্দা। যাঁরা এই ব্যক্তিকে চিনতে পারছেন, তাঁরা পদক্ষেপ করুন।”
সূত্রের খবর, শুধু অভিনব নয়, তাঁর স্ত্রী রুবিনা দিলায়েককেও নাকি হুমকি দেওয়া হয়েছে। এমনকী হুমকিদাতা নিজেকে ‘বিগ বস’ খ্যাত অসিম রিয়াজের অনুরাগী বলেও দাবি করেছে। উল্লেখ্য, কিছুদিন আগে ‘ব্যাটেলগ্রাউন্ড’ নামে একটি রিয়ালিটি শোয়ে অভিনবের স্ত্রী রুবিনার সঙ্গে অশোভন আচরণ করেন রিয়াজ। তারই প্রতিবাদ করেছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা অভিনব। এরপরই নাকি অভিনব ও তাঁর পরিবার বিশ্নোইয়ের দলের হুমকির মুখে পড়েছেন।
DEATH THREATS to my household ! @DGPPunjabPolice @PunjabPoliceInd @DgpChdPolice @ChdPol. Individual appears to be from Chandigarh / Mohali . Please act firmly & promptly. To anybody who recognises the individual plz report back to @DGPPunjabPolice pic.twitter.com/XLkktoYUXa
— Abhinav Shukla (@ashukla09) April 20, 2025
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন