সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে মা তনুজা। আরেকদিকে শাশুড়ি বীণা দেবগণ। মাঝে হাসিমুখে দাঁড়িয়ে কাজল। ইনস্টাগ্রামে বাবা ও শ্বশুরেরও ছবি পোস্ট। মোট তিনটি ছবি পোস্ট করে জাতীয় অভিভাবক দিবসে বাবা, মা, শ্বশুর ও শাশুড়িকে ধন্যবাদ জানালেন তিনি।
ইনস্টাগ্রামে কাজল লেখেন, “তোমরা যা করেছ আমার জন্য সেক্ষেত্রে শুধু অভিভাবক দিবস খুবই ছোট ব্যাপার। কিন্তু বিশেষ দিন বলে কথা। এই পোস্টটি করতেই হত। ধন্যবাদ তোমাদের চারজনকেই।” সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে জুড়ে দেন হ্যাপি প্যারেন্টস ডে।
View this submit on Instagram
কাজলের আবেগঘন পোস্ট এখন সোশাল মিডিয়ায় ভাইরাল। নেটিজেনরাও শুভেচ্ছা জানিয়েছেন বলি অভিনেত্রীর অভিভাবকদের। বলে রাখা ভালো, সম্প্রতি ‘মা’ ছবিতে ব্যাপক সাফল্য পেয়েছেন অভিনেত্রী। চন্দ্রপুর নামে এক গাঁয়ের পৌরাণিক কাহিনি ভিত্তিক গল্প ‘মা’। যেখানে যুগ যুগ ধরে শিশুকন্যা, নাবালিকাদের রক্তে এক শয়তানে শক্তিশালী হয়ে ওঠার কাহিনি প্রচলিত রয়েছে। সেই গ্রামে মেয়ের সঙ্গে এসে বিপাকে পড়েন কাজল। আচমকাই উধাও হয়ে যায় তাঁর কন্যা। সেই প্রেক্ষিতেই কাজল জানতে পারেন, সেই গ্রামে বিগত তিন-চার মাস ধরেই একের পর এক কন্যাসন্তান উধাও হয়ে যাচ্ছে। তাঁর মেয়েও সেই অশুভ শক্তিরই শিকার। তার বিরুদ্ধে সন্তানকে বাঁচানোর লড়াইতে ফুলমার্কস পেয়ে পাশ অভিনেত্রী।
এছাড়া ইব্রাহিম আলি খানের দ্বিতীয় ছবি ‘সরজমিনে’ও দেখা গিয়েছে কাজলকে। প্রভুদেবা, নাসিরুদ্দিন শাহের সঙ্গে এবার ‘মহারাগ্নী: কুইন অফ কুইনস’ ছবি করতে চলেছেন কাজল। ভিন্ন ধারায় ছবিতে তাঁকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা।