সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার সকালে তেলেঙ্গানায় টানেল ভেঙে আটকে পড়া ৮ শ্রমিককে এখনও উদ্ধার করা যায়নি। যদিও উদ্ধারকারীরা সেখানেই রয়েছেন। আপ্রাণ চেষ্টা করে চলেছেন তাঁদের উদ্ধারের। তবে প্রচুর কাদা জমে থাকায় ঘটনাস্থলে পৌঁছনোই কঠিন হয়ে পড়েছে। আপাতত উদ্ধারকারীরা চিৎকার করে সাড়া পেতে চাইছেন। আটকে পড়া শ্রমিকদের নাম ধরে ডাকছেন তাঁরা। কিন্তু শেষ খবর মেলা পর্যন্ত কাউকেই উদ্ধার করা যায়নি।
প্রশাসনের তরফে জানা যাচ্ছে, তেলেঙ্গানার নগরকুরনুল জেলার শ্রীসাইলাম ড্যামে অবস্থিত সুড়ঙ্গের মধ্যে লিকেজ সমস্যা সারাই করতে গিয়েছিলেন একদল শ্রমিক। সুড়ঙ্গের প্রায় ১৪ কিলোমিটার ভিতরে হঠাৎ ধস নামে ছাদে। মর্মান্তিক এই দুর্ঘটনার জেরে অন্তত ৮ জন ভিতরে আটকে পড়েছেন। প্রশাসনের দাবি অনুযায়ী, ছাদের প্রায় ১০ মিটার অংশ ভেঙে পড়ে যার জেরে প্রায় ২০০ মিটার এলাকায় কাদামাটি ছড়িয়ে পড়েছে। জানা যাচ্ছে, দিনচারেক আগেই খোলা হয়েছিল টানেলটি। দুর্ঘটনার পর স্থানীয় জেলাশাসক বি সন্তোষ বলেন, যাঁরা আটকে পড়েছেন তাঁদের সঙ্গে কোনওভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। এমনকী ভিতরের এয়ার চেম্বার ও কোনভেয়ার বেল্ট পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে।
এই পরিস্থিতিতে টানেলে প্রবেশের চেষ্টা করেও ফিরে আসতে হচ্ছে হাঁটুর সমান কাদা থাকায়। টানেলের প্রবেশপথের মুখেই ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। চেষ্টা করা হচ্ছে পাম্পিং স্টেশনগুলি খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ ঠিক করার। আপাতত শ্রমিকদের নাম ডেকে সাড়া নিয়ে বোঝার চেষ্টা করা হচ্ছে তাঁরা ঠিক আছেন কিনা। সব মিলিয়ে পুরো বিষয়টি এখনও জটিল অবস্থায় রয়েছে। কীভাবে এবং কতক্ষণে ওই শ্রমিকদের উদ্ধার করা সম্ভব হবে তা নিয়ে সংশয় রয়েছে। আপাতত রণব্যস্ততায় কাজ চলছে। খতিয়ে দেখা হচ্ছে পরিস্থিতি।