তৃণমূলের পালটা ‘ভূতুড়ে ভোটারে’র খোঁজে বিজেপি, দুবরাজপুরে ১৭ ‘ভূতে’র হদিশ পেল গেরুয়া শিবির

তৃণমূলের পালটা ‘ভূতুড়ে ভোটারে’র খোঁজে বিজেপি, দুবরাজপুরে ১৭ ‘ভূতে’র হদিশ পেল গেরুয়া শিবির

রাজ্য/STATE
Spread the love


নন্দন দত্ত, সিউড়ি: এবার তৃণমূলের সঙ্গে পাল্লা দিয়ে ‘ভূতুড়ে ভোটারে’র খোঁজে নামল বিজেপি। রবিবার দুবরাজপুরে একটি বুথ থেকে ১৭ জনের তালিকা সামনে এনেছে। বিজেপির দাবি এঁদের অনেকেরই দুটি ব্লকের আদালা আদালা জায়গায় নাম আছে। কেউ কেউ আবার পড়শি রাজ্য ঝাড়খণ্ডের বাসিন্দা। এই ১৭জনের বেশিরভাগই তৃণমূল সমর্থক বলে দাবি করেছে জেলা বিজেপি নেতৃত্ব।

দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের অন্তর্গত ঘাটগোপালপুর গ্রামে ১৩৬ নম্বর বুথে মোট ভোটার সংখ্যা ১২৪৮ জন। তার মধ্যে ১৭ জন ভুয়ো ভোটার খুঁজে বের করল বিজেপি! রবিবার দুবরাজপুরে বিজেপির কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে একথা, জানালেন বীরভূম জেলা বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি মোতাহার হোসেন খান ও দুবরাজপুর ৪ নম্বর মণ্ডলের সভাপতি শম্ভুনাথ বন্দ্যোপাধ্যায়।

তাঁদের অভিযোগ, তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ পিয়ার জাহান খান ওরফে ডিস্কো এবং জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ ঘনিষ্ঠ সাহাবীর খানের নাম একাধিক জায়গায় রয়েছে। ঘাটগোপালপুর গ্রামে ভোটার তালিকায় নাম থাকার পাশাপাশি ডিস্কোর নাম আবার দুবরাজপুর ও সিউড়ি এক ব্লকের পাথরচাপুড়িতেও রয়েছে। তাছাড়াও এরকম ১৭ জন ভুতুড়ে ভোটার রয়েছেন যাঁদের নাম গোপালপুরে ভোটার তালিকায় নাম রয়েছে। এই প্রসঙ্গে ডিস্কো বলেন, “ঘাটগোপালপুরের ভোটার কার্ডের সঙ্গে আমার অনেক দরকারি কাগজের যোগ ছিল। সে গুলিকে বাদ দিয়ে পাথরচাপরির ভোটার তালিকা যোগ করেছি। একমাস আগেই সাত নম্বর ফরমে ঘাটগোপালপুরের ভোটার কার্ড বাতিল করার আবেদনও জানিয়েছি।” বিজেপির দাবি, কেউ কেউ ভিন রাজ্য ঝাড়খণ্ড এবং বীরভূম জেলার খয়রাশোল ব্লকের দহল গ্রামে ও বোলপুর পুরসভার কাশিপুর গ্রামের ভোটার। তাঁরা ঘাট গোপালপুরেও ভোট দিচ্ছেন আবার অন্যত্রও ভোট দিচ্ছেন।

পাশাপাশি তাঁদের আরও অভিযোগ, দুবরাজপুর বিধানসভা এলাকায় প্রতাপপুর গ্রামে একটিও মুসলিম পরিবার নেই। অথচ ৬০-৬৫ জন মৃত ভোটার নাম তালিকায় রয়েছে। বিজেপির আরও অভিযোগ, তৃণমূলীরা ভূতুড়ে ভোটার তৈরি করে। তাঁরাই আবার ‘ভূতুড়ে ভোটার’ খুঁজছে। তারা তো ভুতুড়ে ভোটার খুঁজে পাচ্ছে না, তাই আমরা খুঁজে দিচ্ছি। বিজেপি নেতারা জানান, সোমবার দলগতভাবে তাঁরা বিডিওর কাছে লিখিতভাবে অভিযোগ জানাবেন। তাঁদের অভিযোগ গত বছরও একইভাবে অভিযোগ জানালেও কোনও পদক্ষেপ নেয়নি প্রশাসন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *