সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার রাতে ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। ৬.৩ মাত্রার এই ভূমিকম্পে অন্তত নয়জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত অন্তত ২৫। জানা গিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩। ভূমিকম্পের পরে অন্তত দু’টি আফটারশকে কেঁপে ওঠে পাকিস্তানের বিভিন্ন এলাকা। প্রভাব অনুভূত হয়েছে দিল্লিতেও।
রবিবার রাতে ১১টা ৪৭ নাগাদ ভূমিকম্প হয় বলে জানা গিয়েছে। জালালাবাদের উত্তরপূর্বে, ২৭ কিলোমিটার দূরে নানগড়হার প্রদেশে কম্পন শুরু হয়। ভূপৃষ্ঠ থেকে আট কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎস। ঘটনায় এখনও পর্যন্ত নয়জনের মৃত্যুর খবর মিলেছে। আহতদের সকলকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ভূমিকম্পের তীব্রতায় বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন বেশিরভাগ মানুষ।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কম্পনে বাড়ির ছাদ ভেঙে বেশ কয়েকজন শিশুর মৃত্যু হয়েছে। তালিবান মুখপাত্র এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘স্থানীয় প্রশাসন এবং এলাকার মানুষ উদ্ধারকাজ চালাচ্ছে। রাজধানী এবং আশপাশের এলাকায় সাহায্যকারী দল গিয়েছে।”
প্রথম কম্পনের প্রায় ২০ মিনিট পরে দ্বিতীয় কম্পন হয় একই এলাকায়। দ্বিতীয় কম্পনের মাত্রা ছিল ৪.৫। এরপরে আরও একটি ৫.২ মাত্রার কম্পন হয়। শেষ দুটি কম্পনেরই উৎস ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। পাক সীমান্ত লাগোয়া এই প্রদেশের ভূমিকম্প পাকিস্তান এবং ভারতের বেশ কিছু অংশে টের পাওয়া যায়। দিল্লি এনসিআরের একাধিক এলাকায় কম্পন অনুভূত হয়। দিল্লিতেও অনেকে ভূমিকম্প টের পেয়ে বাড়ি থেকে বেরিয়ে পথে নেমে আসেন।
প্রসঙ্গত, ইউরেশিয়ান এবং ভারতীয় টেকটনিক প্লেটের সংযোগস্থলের কাছে, হিন্দুকুশ অঞ্চলে অবস্থানের কারণে আফগানিস্তান অত্যন্ত ভূমিকম্পপ্রবণ। ২০২৩ সালের অক্টোবরেও ৬.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে পশ্চিম আফগানিস্তানে। সেই ঘটনায় প্রায় ২০০০ জনের মৃত্যু হয়।