সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৈশাখের গরমে ত্রাহি ত্রাহি রব। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তীব্র রোদ আর ঘামের প্রকোপ। দু’য়ে মিলে নাজেহাল দশা। এই অবস্থায় এসি ছাড়া যেন ভাবা যাচ্ছে না। তবে এসি চালানোমাত্র হু হু করে বাড়ছে বিদ্যুতের বিল। ফলে ভাঁড়ারে টান পড়ছে। বিদ্যুতের বিল কম করতে অনেকে ঘরে পাখা এবং এসি একসঙ্গে চালান। তাতে সত্যি লাভ হয়? কমে বিদ্য়ুতের বিল?
* অনেকেই মনে করে এসি এবং পাখা একসঙ্গে চালানোর উপকার বেশি। সাধারণত ঘণ্টাখানেক এসি চললে ১.৪ ইউনিট বিদ্যুৎ খরচ হয়। এসি এবং পাখা দু’টো একসঙ্গে চললে ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহার হয়। তাই এসি এবং পাখা – একসঙ্গে চালালে বিদ্যুতের ব্যবহার কমবে অনেকটাই।
* বাড়িতে শুধু এসি চললে তা গোটা ঘরে ছড়িয়ে দিতে বেশি সময় নেয়। ফলে বেশি বিদ্যুৎ ব্য়বহার হয়ে যায়। এসি এবং পাখা একসঙ্গে কাজ করলে, সে সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। কারণ, পাখি চললে এসির হাওয়া গোটা ঘরে ছড়িয়ে দিতে সাহায্য করে। ঘর ঠান্ডা একবার হয়ে গেলে বেশিক্ষণ একটানা এসি চালানোর প্রয়োজন হয় না। তাই স্বাভাবিকভাবে কমে বিদ্যুতের খরচ।
* এসি এবং পাখা একে অপরের মুখোমুখি রাখবেন না। যেদিকে এসির মুখ থাকবে, তার ঠিক পাশে উলটো দিকে মুখ করে পাখা রাখতে হবে। তবে আসল কাজ হবে।
*পাখা এবং এসি দু’টিই পরিষ্কার রাখুন। নইলে লাভ হবে না কিছুই। পরিবর্তে বিদ্যুতের বিল ক্রমশ বাড়বে।
বাংলায় বিদ্যুতের জোগান বেড়েছে। কমেছে লোডশেডিং। আরও একাধিক জায়গায় তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস, উদ্বোধনও হয়েছে। তার ফলে আগামী দিনে বিদ্যুতের জোগান আরও বাড়বে বলেই আশা। জোগান বাড়লে মিটার প্রতি বিদ্যুতের দামও কমবে।