তিনদিন ধরে নিখোঁজ, তথ্য়-প্রযুক্তি কর্মী পচাগলা দেহ উদ্ধার নিউটাউনের গেস্ট হাউসে

তিনদিন ধরে নিখোঁজ, তথ্য়-প্রযুক্তি কর্মী পচাগলা দেহ উদ্ধার নিউটাউনের গেস্ট হাউসে

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


ফারুক আলম, বিধাননগর: নিউটাউনের গেস্ট হাউস থেকে উদ্ধার তথ্য়-প্রযুক্তি কর্মীর দেহ। অক্টোবরের ২ তারিখ থেকে নিখোঁজ ছিলেন যুবক। অবশেষে শনিবার রাতে একটি গেস্ট হাউস থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে। দেহের পাশ থেকে একাধিক ঘুমের ওষুধ পাওয়া গিয়েছে। তবে খুন নাকি আত্মহত্যা তা নিয়ে ধোঁয়াশা। তদন্তে নেমেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম চন্দ্রনাথ মুখোপাধ্যায়। বয়স ৩৪ বছর। তিনি উত্তর চব্বিশ পরগনার শ্যামনগরের বাসিন্দা। একটি আইটি সংস্থায় কর্মরত ছিলেন তিনি। দিনকয়েক আগে নিখোঁজ হয়ে যান যুবক। পরিবারের পক্ষ থেকে নোয়াপাড়া থানায় অভিযোগ জানানো হয়। পুলিশ তদন্তে নেমে চন্দ্রনাথের মোবাইল ফোন ট্রাক করে। শেষ লোকেশন পাওয়া যায় নিউটাউনের গৌরাঙ্গনগরের একটি গেস্ট হাউসের। সেই সূত্রেই গেস্ট হাউসে আসেন তদন্তকারীরা।

রুমের সামনেই আসতেই পচাগন্ধ পান তদন্তকারীরা। দরজা ভাঙতেই উদ্ধার হয় যুবকের  পচাগলা দেহ। মৃতদেহের পাশে ঘুমের ওষুধ পেয়েছেন তদন্তকারীরা। দেহ উদ্ধার করে ময়নাতদন্ত পাঠানো হয়েছে।

মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। প্রশ্ন উঠছে, ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছেন যুবক? এতগুলি ঘুমের ওষুধ যুবক পেলেন কী করে তা নিয়েও প্রশ্ন উঠছে। যুবক আত্মহত্যা করেছেন নাকি খুন তা নিয়ে প্রশ্ন রয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে। তদন্ত শুরু হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *