তালিবানের বিরুদ্ধে বড় অভিযান, গুলির লড়াইয়ে ৩১ TTP জঙ্গির মৃত্যু পাকিস্তানে

তালিবানের বিরুদ্ধে বড় অভিযান, গুলির লড়াইয়ে ৩১ TTP জঙ্গির মৃত্যু পাকিস্তানে

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানে তেহরিক-ই-তালিবান (TTP) জঙ্গিদের বিরুদ্ধে বড় অভিযানে নামল পাকসেনা। গত ১৩ ও ১৪ সেপ্টেম্বর সেনা অভিযানে ৩১ জন টিটিপি জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। পাক সেনার মিডিয়া শাখা ইন্টার সার্বিসেজ পাবলিক রিলেশনের (ISPR) তরফে জানানো হয়েছে, গত দু’দিনে খাইবার পাখতুনখোয়ার লাক্কি মারওয়াত ও বান্নু জেলার দুটি পৃথক জায়গায়।

সেনার তরফে জানানো হয়েছে, গোপন খবরের ভিত্তিতে খাইবার পাখতুনখোয়ায় অভিযান চালানো হয়েছিল সেনার তরফে। সেখানে টিটিপির সঙ্গে সেনার গুলির লড়াইয়ে ১৪ জনের মৃত্যু হয়। পাশাপাশি দ্বিতীয় অভিযানে মৃত্যু হয় ১৭ জঙ্গির। সবমিলিয়ে মোট ৩১ জঙ্গি জঙ্গিকে নিকেশ করা হয়েছে। পাশাপাশি গত শনিবার আইএসপিআরের এক রিপোর্টে জানানো হয়েছে, ১০ থেকে ১৩ সেপ্টেম্বরের পর্যন্ত চলা সেনা অভিযানে পাকিস্তানে মোট ৪৫ জন জঙ্গির মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধুমাত্র খাইবার পাখতুনখোয়ায় মৃত্যু হয়েছে ১৯ জন জঙ্গির।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই পাকিস্তানের মাথাব্যাথার অন্যতম বড় কারণ এই আফগানিস্তানের মদতপুষ্ট টিটিপি জঙ্গি। খাইবার পাখতুনখোয়া, বালুচিস্তান-সহ পাক-আফগান সীমান্ত এই জঙ্গিদের ঘাঁটি হিসেবে পরিচিত। সেখান থেকে প্রায়শই পাক সেনাবাহিনীর উপর চলে মারণ হামলা। এদিকে, এই অঞ্চলগুলোর মধ্যে দিয়ে গিয়েছে চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপিইসি। গত শনিবার ভোরে এখানকার ফকির সরাই এলাকায় সেনার কনভয়ে হামলা চালায় জঙ্গিরা। সেই ঘটনায় মৃত্যু হয় ১২ জন পাক সেনার। গত জুন মাসে খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় একটি ফিঁদায়ে জঙ্গি হামলা হয়। সেখানে মৃত্যু হয় ১৬ জন জওয়ানের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *