সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারে বিশেষ নিবিড় সংশোধনে খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়েছে ৬৫ লক্ষ ভোটার। সেই বিতর্কের মধ্যে এবার প্রবীণ কংগ্রেসে নেতা পি চিদম্বরম দাবি করলেন, তামিলনাড়ুতে ৬.৫ লক্ষ ‘পরিযায়ী শ্রমিক’কে ভোটার তালিকায় যুক্ত করা হয়েছে। এই ঘটনাকে ‘উদ্বেগজনক’ এবং ‘অবৈধ’ বললেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তাঁর আশঙ্কা, নির্বাচন কমিশন দেশের স্বাভাবিক রাজনৈতিক চরিত্রকে বদলে ফেলার চেষ্টা করছে।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]