ডুরান্ডে অভূতপূর্ব সাফল্য ডায়মন্ড হারবারের, বাংলার ফুটবলপ্রেমীদের শুভেচ্ছাবার্তা অভিষেকের

ডুরান্ডে অভূতপূর্ব সাফল্য ডায়মন্ড হারবারের, বাংলার ফুটবলপ্রেমীদের শুভেচ্ছাবার্তা অভিষেকের

স্বাস্থ্য/HEALTH
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফাইনালে স্বপ্নভঙ্গ হয়েছে। তথাপি ডুরান্ড কাপে ‘ডায়মন্ড হারবার এফসি’র সোনালি দৌড়কে কুর্নিশ জানাচ্ছে ভারতীয় ফুটবল মহল। এই অভূতপূর্বে সাফল্যে এবার দলের সমস্ত খেলোয়াড়, কোচ কিবু ভিকুনা ও দলের অন্য সদস্যদের ধন্যবাদ জানালেন ক্লাবের চিফ পেট্রন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি শুভেচ্ছা জানালেন বাংলার ফুটবলপ্রেমীদের। সমাজমাধ্যমে তাঁর বার্তা–“বাংলা গতকাল আমাদের গর্বিত করেছে। আমাদের প্রথম ডুরান্ড কাপেই, ডায়মন্ডহারবার এফসি ফাইনালে পৌঁছে গিয়েছে- যা কোনও ক্লাব অভিষেকেই করে দেখাতে পারেনি।” সমর্থকদের উদ্দেশে অভিষেক লেখেন, “এই যাত্রা সম্ভব হয়েছে আপনাদের জন্য। আপনাদের ভালোবাসা, আপনাদের বিশ্বাস, গ্যালারি থেকে আপনাদের সমর্থনের জন্য। প্রতিটি উৎসাহ, প্রতিটি সমর্থন, প্রতিটি হাততালি আমাদের ফুটবলারদের এগিয়ে যেতে সাহায্য করেছে।”

ইস্টবেঙ্গলের মতো ভারতীয় ফুটবলের মহীরুহ ক্লাবকে সেমিফাইনালে ২-১ গোলে পরাজিত করে ডুরান্ড কাপের ফাইনালে ওঠে ডিএইচএফসি। বলা বাহুল্য, কলকাতা ময়দান তথা সর্বভারতীয় ফুটলবলে নতুন ক্লাবের এই সাফল্য চমকে দেওয়ার মতোই। ক্লাবের চিফ পেট্রনের কথায় এই দুরন্ত সাফল্যের অংশীদার দলের শুভান্যুধায়ীরাও। সোশাল মিডিয়ার বার্তায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, “আপনাদের ভালোবাসা আর সমর্থনে ভর করেই আমরা এতদূর এসেছি। দলের পাশাপাশি এই যাত্রায় আপনারাও অংশীদার।”

নর্থ ইস্টের পারফরম্যান্সকেও কুর্নিশ জানাতেও ভোলেননি ডিএইচএফসি-র অন্যতম কর্তা। তাঁর কথায়, “এবার ট্রফিটা হাতছাড়া হয়েছে, ঠিকই। আমাদের দল সর্বোচ্চ সামর্থ্য দিয়ে চেষ্টা করলেও তা যথেষ্ট ছিল না। নর্থ-ইস্ট ইউনাইটেডকে কুর্নিশ দুরন্ত পারফরম্যান্স করে টানা দ্বিতীয়বার ট্রফি জয়ের জন্য। ওরা যোগ্য হিসাবেই জিতেছে।” আরও বলেন, “তবে এটা শেষ নয়, সূচনা। এই মরশুমে আই লিগে বাংলার একমাত্র প্রতিনিধি ডায়মন্ডহারবার এফসি। আমরা জাতীয় স্তরে বাংলার প্রতিনিধিত্ব করছি এবং সেটা আপনাদের ভালোবাসা, সমর্থন ও উৎসাহ ছাড়া সম্ভব নয়।”

নিজের বার্তায় ক্লাবের ঝলমলে ভবিষ্যতের স্বপ্ন বুনেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়,
“আমরা প্রতিশ্রুতি দিচ্ছি: আমরা শিখব, আমরা উন্নতি করব এবং আমরা ফিরব শক্তিশালী, তীক্ষ্ণ, কঠিন এবং ক্ষুধার্ত হয়ে। আমাদের প্রত্যেক দুর্বলতা রূপান্তরিত হবে শক্তিতে। প্রতিবন্ধকতা ইন্ধন জোগাবে প্রত্যাবর্তনে। আমাদের সব প্লেয়ার, কোচ কিবু ভিকুনা ও দলের অন্য সদস্যদের ধন্যবাদ জানাই বাংলাকে গর্বিত করার জন্য। সমর্থকরা আমাদের হৃদয়ে আছেন। একসঙ্গে আমরা আরও ইতিহাস তৈরি করব। এটা শুধুই সূচনা। জয় বাংলা। জয় ডিএইচএফসি।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *