ডিভোর্সের পরও শারীরিকভাবে ঘনিষ্ঠ আমির-কিরণ! ফের চর্চায় প্রাক্তন দম্পতির সম্পর্ক

ডিভোর্সের পরও শারীরিকভাবে ঘনিষ্ঠ আমির-কিরণ! ফের চর্চায় প্রাক্তন দম্পতির সম্পর্ক

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর চারেক আগেই আলাদা হয়েছে আমির-কিরণের পথ। এর মাঝে মিস্টার পারফেকশনিস্টের জীবনে উঁকি দিয়েছে নতুন প্রেম। জীবনের নতুন নায়িকা গৌরী স্প্র্যাটকে তিনি যেন চোখে হারান। বর্তমানে সর্বত্রই তাঁদের একসঙ্গে দেখা যায়। তবে ২০২১ সালে কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পরও কিন্তু এযাবৎকাল সর্বত্র সেই ‘প্রাক্তনজুটি’কেই দেখেছেন সকলে। কিন্তু বর্তমানে তাঁর পরিবর্তে অভিনেতার পাশে নজর কাড়ছেন গৌরী। সম্প্রতি আমির আবার ছেলে জুনেইদের সিনেমার প্রচারে এসে ফলাও করে জানিয়েছিলেন, ‘বিয়েতে না, আমি ডিভোর্সে সফল।’ এখন নতুন প্রেমিকা তাঁর জীবনে প্রবেশ করতেই অতীত সম্পর্কগুলো ফের চর্চায়।

আমির খান এবং কিরণ রাওয়ের ডিভোর্সের খবরে যেন মাথায় বাজ পড়েছিল গোটা ইন্ডাস্ট্রির! তাঁদের বিয়ে ভাঙা নিয়ে কম জলঘোলা হয়নি। কিন্তু নিন্দুকদের কটাক্ষ, সমালোচনায় পাত্তা না দিয়ে বিচ্ছেদের পরও বরাবর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন আমির-কিরণ। সম্পর্কের বিচ্ছেদ সততই বিরহের বটে! বিশেষত, সেই সম্পর্ক যদি প্রথমে প্রণয় এবং পরে পরিণয়ে পরিণত হয়, তাহলে মনঃকষ্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। যা কিনা পরবর্তীতে তিক্ততায় গড়ায়। তবে আমির খান কিন্তু এই বিষয়ে একেবারে ব্যতিক্রম। বিচ্ছেদের এত কাল বাদেও প্রাক্তন স্ত্রীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন। শুধু তাই নয়, নিয়ম করে তাঁদের ২ জনের সঙ্গে সপ্তাহে দু’ দিন দেখাও করেন। বিচ্ছেদেও তিক্ততা নেই তাঁদের।

Aamir Khan, Kiran Rao broke their silence on divorce

গতবছর ছেলে আজাদকে নিয়ে একসঙ্গে ছুটি কাটানোর ছবিও দিয়েছিলেন আমির-কিরণ। এবার সম্প্রতি পানি ফাউন্ডেশনে তাঁদের বিচ্ছেদ-পরবর্তী সম্পর্কের সমীকরণ নিয়ে মুখ খুলেছিলেন প্রাক্তন দম্পতি। সেখানেই তাঁরা জানান, “আমাদের সম্পর্কের ধরনটা হয়তো বদলে গিয়েছে, কিন্তু আমাদের মধ্যে বন্ধুত্ব একই রয়েছে। আমরা এখনও নিজেদের এক পরিবারের সদস্য বলেই মনে করি। একে-অপরকে শ্রদ্ধা করি। এমনকী শারীরিক ঘনিষ্ঠতাও রয়েছে। আর সেটাই আমাদের সম্পর্ককে সহজ করে তুলেছে। এটা পারস্পারিক বোঝাপড়া।” উল্লেখ্য, মেয়ে ইরা খানের বিয়েতে প্রকাশ্যেই প্রাক্তন স্ত্রী কিরণের গালে চুমু খেয়ে চর্চার শিরোনামে ঠাঁই পেয়েছিলেন আমির খান। বর্তমানে তাঁর ‘প্রেম প্রেম বাতিকে’র আবহে আবারও সেসব চর্চায়।

অতীতে দু’বার ডিভোর্স হয়েছে আমির খানের। এপ্রসঙ্গে তিনি বলেছিলেন, “আমার দুটো বিয়েই অসফল। তাই আমার কাছে বিয়ের উপদেশ নেওয়া ঠিক নয়। আসলে আমি একা থাকতে ভালোবাসি না। আমার সঙ্গীর প্রয়োজন হয়। সম্পর্কে থাকতে ভালোবাসি। আমার দুই প্রাক্তন স্ত্রী রিনা-কিরণের সঙ্গে আমি এখনও ঘনিষ্ঠ। আমরা একটা পরিবার। আসলে জীবন তো অনিশ্চিত, কী করেই বা বিশ্বাস করি? তাই বিয়ে টিকে থাকাটা প্রত্যেক মানুষের উপর নির্ভর করে।”

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *