অর্ণব দাস, বারাসত: ডিজিটাল অ্যারেস্টের নামে এবার প্রতারণার শিকার চিকিৎসক। খোয়ালেন ৪০ লক্ষ টাকা! প্রতারিত হয়েছেন বুঝতে পেরেই পুলিশের দ্বারস্থ হলেন তিনি। ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার নিমতা। তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার নিমতা থানার বিরাটির বাসিন্দা ওই চিকিৎসক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৬ আগস্ট ওই চিকিৎসকের কাছে প্রথমে একটি অজানা নম্বর থেকে ফোন যায়। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তিরা নিজেদের ট্রাইয়ের (টেলিকম রেগুলেটরি ওফ ইন্ডিয়া) আধিকারিক হিসেবে পরিচয় দেয়। জানায়, চিকিৎসকের আধার কার্ড অবৈধ কাজে ব্যবহার হয়েছে৷
এরপর আরেকটি অজানা নম্বর থেকে মহারাষ্ট্রের কোলবা থানার পুলিশ পরিচয় দিয়ে চিকিৎসক কাছে আবার ফোন যায়। সেই ফোনে জানানো হয় চিকিৎসকের বিরুদ্ধে আর্থিক তছরূপের মামলা হয়েছে। গ্রেপ্তারি এড়াতে চলতি মাসের ১ তারিখ দু’বারে ৪০লক্ষ টাকা চাওয়া হয়। প্রতারকদের ফাঁদে পা দিয়ে ওই চিকিৎসক টাকা দিয়েও দেয়। পরে পরিচিতদের সঙ্গে আলাপ-আলোচনায় সাইবার প্রতারণা শিকার হয়েছেন বুঝতে পেরে শনিবার থানায় অভিযোগ জানান চিকিৎসক। শুরু হয়েছে তদন্ত। প্রসঙ্গত, দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায়ই এধরনের খবর প্রকাশ্যে আসছে। পুলিশের তরফে বারবার সতর্কও করা হচ্ছে তা সত্ত্বেও প্রতারকদের ফাঁদে পড়ছেন বহু মানুষ। পরিস্থিতি মোকাবিলায় সকলকে সচেতন হওয়ার পরামর্শ পুলিশের।