স্টাফ রিপোর্টার: ২৬ জুলাই কলকাতা লিগের ডার্বির আগে চারজন নতুন ফুটবলার ম্যানেজমেন্টের কাছে চাইলেন ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ। যাঁর মধ্যে একজন স্ট্রাইকারকে বিশেষ ভাবে চাইছেন বিনো।
৩৫ জন ফুটবলার সই করানো হলেও আরএফডিএলের দিকে লক্ষ্য রেখে এই ৩৫ জনের মধ্যে দশজন জুনিয়র ফুটবলার সই করানো হয়েছে। তারমধ্যে কয়েকজনের চোট আঘাত রয়েছে। ফলে ডার্বির আগে নতুন কিছু ফুটবলার নিয়ে দলটাকে ঠিক করতে চাইছেন ইস্টবেঙ্গলের রিজার্ভ দলের কোচ বিনো। তাছাড়া কলকাতা লিগের চ্যাম্পিয়নশিপ লড়াইয়ে নামা, ইস্টবেঙ্গলের এই মুহূর্তে চার ম্যাচে পাঁচ পয়েন্টে। যেখানে মোহনবাগান ডার্বির আগে একটা বেশি ম্যাচ খেলে দশ পয়েন্ট নিয়ে বসে আছে। ফলে ডার্বিতে দলকে শক্তিশালী করার জন্য দলে পরিবর্তন আনতে চাইছেন বিনো।
শোনা যাচ্ছে, বিনো কেরল থেকে একজন স্ট্রাইকার নিয়ে এসেছেন ডার্বির জন্য। কিন্তু ম্যানেজমেন্ট এখনও পর্যন্ত তাঁকে সই করানোর জন্য সবুজ সংকেত দেয়নি। তার উপর বিনোর সঙ্গে ক্লাবও চেষ্টা চালাচ্ছে, সিনিয়র দলের কোচ অস্কার ব্রুজোকে বুঝিয়ে সুঝিয়ে সিনিয়র দল থেকে কয়েকজন ফুটবলারকে ডার্বির জন্য নিতে। অস্কার অবশ্য সে ব্যাপারে এখনও কিছু বলেননি।
তবে এদিন রবিবারই লাল-হলুদের প্র্যাকটিসে নেমে পড়লেন অস্কার। তাঁর কাছে লিগের ডার্বির থেকেও বেশি গুরুত্বপূর্ণ ডুরান্ড কাপ। তবে হাতে প্রস্তুতির সময় খুবই কম। এদিন প্র্যাকটিসে এসেও মাঠে নামেননি নতুন বিদেশি ডিফেন্ডার কেভিন সিবিয়ে এবং মিডফিল্ডার মিগুয়েল। মাঠে এসেও প্র্যাকটিস করেননি সল ক্রেসপোও। তবে নতুন বিদেশি প্যালেস্টাইনের রশিদ পুরো প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করেছেন দিমিত্রিয়সও। দলের জন্য ভালো খবর, চোট কাটিয়ে প্র্যাকটিস শুরু করে দিয়েছেন পিভি বিষ্ণু। এমনকী লিগের দলের জেসিন টিকে-ও চোট সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন।