ডানকুনি এলাকায় প্রবল যানজট! সমস্যা মেটাতে জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে রাজ্য

ডানকুনি এলাকায় প্রবল যানজট! সমস্যা মেটাতে জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে রাজ্য

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


মলয় কুণ্ডু: ডানকুনির কাছে জাতীয় সড়কে চলছে পরিকাঠামো তৈরির কাজ। ফলে কলকাতা ও বর্ধমানের মধ্যে প্রবল যানজটের জেরে নিত‌্যদিন সমস‌্যায় পড়ছেন সড়কপথে যাতায়াতকারীরা। যানজটের জট কাটাতে মঙ্গলবার বৈঠকে বসল রাজ‌্য সরকার। বৈঠকে ছিলেন মুখ‌্যসচিব মনোজ পন্থ, পূর্ত দপ্তর, জাতীয় সড়ক কর্তৃপক্ষ বা এনএইচএআই এবং পুলিশের কর্তারা। 

নবান্ন সূত্রে খবর, এখনই এই দুর্ভোগ কাটার কোনও সম্ভাবনা নেই। কারণ, এনএইচএআই-এর এই কাজ আরও দু’মাস চলবে। ফলে ডানকুনি থেকে কলকাতাগামী রাস্তা কার্যত বন্ধ হয়ে যাচ্ছে। যেটুকু গাড়ি যাচ্ছে, তা নিয়ে যাওয়া হচ্ছে রাস্তার পাশে থাকা সার্ভিস রোড ধরে। এর ফলে যানজট তৈরি হচ্ছে ২ নম্বর জাতীয় সড়ক এবং কোনা এক্সপ্রেসওয়েতে। অবস্থা এমনই যে বিকেলের পর গাড়ির চাপ বাড়লে এই যানজট ছড়িয়ে পড়ছে সাঁতরাগাছি থেকে পালসিট পর্যন্ত। এই দীর্ঘ যানজট পার হতে ঘণ্টার পর ঘণ্টা সময় লেগে যাচ্ছে।

মূলত, হুগলির সংযোগস্থল থেকে ডানকুনি পেরিয়ে একাধিক সাবওয়ে এবং রাস্তা পারাপারের সেতুর কাজ চলছে। দ্রুত এই কাজ শেষ করা হবে বলে রাজ‌্যকে জানিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। এমন পরিস্থিতির মধ্যেও গাড়ি চলাচলে যাতে গতি আনা যায়, তার ব‌্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *