ঠোঁটের পর এবার কপাল ফুলে ঢোল! ফের কী হল উরফি জাভেদের?

ঠোঁটের পর এবার কপাল ফুলে ঢোল! ফের কী হল উরফি জাভেদের?

স্বাস্থ্য/HEALTH
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশাল মিডিয়ায় তাঁর অবাধ বিচরণ। কখনও অদ্ভূত পোশাক কখনও মেকআপ কখনও আবার ঠোঁটে ফিলার্স করিয়ে নেটপাড়ায় রীতিমতো ভাইরাল হন ক্ষণে ক্ষণে। তিনি আর কেউ নন সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার উরফি জাভেদ। কিছুদিন আগেই ঠোঁটের ফিলার্স সরিয়ে মুখ ফুলিয়ে চর্চায় এসেছিলেন। এবার আরও এক কারণে চর্চায় উঠে এলেন উরফি।

সোশাল মিডিয়ায় নিজের একগুচ্ছ ছবি পোস্ট করেন উরফি। সেখানেই তাঁকে দেখা যাচ্ছে, তাঁর দু’চোখে টলটল করছে জল। মাথা ফুলে ঢোল। আর তাঁর এই ছবি দেখে রীতিমত চিন্তায় পড়েছেন উরফির ভক্তেরা। সেখানে অনেকেই জিজ্ঞেস করেছেন কী হয়েছে উরফির? এই ছবি পোস্ট করে উরফি লিখেছেন, ‘কান্না কি ক্যালোরি কমায়’? তাঁর এহেন অবস্থা দেখে অনেকেই মনে করছেন উরফি হয়তো কোনও খারাপ ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছেন বা কিছু খারাপ বিষয় হয়তো তাঁর সঙ্গে হয়েছে তাই এই ক্যাপশন লিখে মন খারাপ করা চেহারার ছবি পোস্ট করেছেন তিনি। নেটিজেনরা তাঁকে নানা প্রশ্ন করলেও একেবারেই মুখ খোলেননি এই নিয়ে উরফি।

 
 
 
 
 
View this put up on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Uorfi (@urf7i)

বেশ কিছুদিন আগেই সোশাল মিডিয়াতে উরফির এক ভিডিও দেখে রীতিমতো চোখ কপালে উঠে গিয়েছিল সকলের। তাঁর পোস্ট করা একটি ভিডিওতে দেখা গিয়েছিল মুখে একের পর এক সূচ ফোটাচ্ছেন উরফি। আর এর জেরে তাঁর ঠোঁট-মুখ ফুলে ঢোল হয়ে গিয়েছে। এমন অবস্থা দেখে অবাক হয়েছিলেন সকলেই। হঠাৎ কী হল তাঁর? উরফির পোস্ট করা ওই ভিডিও দেখে অনেকেরই মনে হয়েছিল যে উরফি হয়তো মুখে ফিলার্স করাচ্ছেন। কিন্তু তা ঠিক না। এই বিষয়ে নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে উরফি সেই ভিডিও পোস্ট করে জানিয়েছেন, “আমি ফিলার্স করাচ্ছি না। বরং আমি আমার মুখে অতীতে করা ফিলার্স সরিয়ে দিচ্ছি। কারণ সবটা নষ্ট হয়ে গিয়েছিল। তাই এই সিদ্ধান্ত। আমি আবারও ফিলার্স করাবো বেশ কিছুদিন পর। তবে মুখে আর সূচ ফুটিয়ে নয়। বরং চিকিৎসকের পরামর্শেই করব। এই পদ্ধতি খুবই কষ্টদায়ক। তাই চিকিৎসকের পরামর্শেই এগোব।” তবে সেই সময় নিজের ভোলবদল নিয়ে সরাসরি জানালেও এখন নিজের চেহারার এই পরিবর্তন নিয়ে একেবারেই মুখ খোলেননি উরফি।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *