অর্ণব দাস, বারাকপুর: এবার স্কুল পড়ুয়াদের জন্য মা-বাবার দুশ্চিন্তা দূর করবে প্রযুক্তি। ২৮ এপ্রিল, সোমবার থেকে ডিজিটাল অ্যাটেনডেন্স চালু করল ইছাপুরের বিভুকিঙ্কর হাইস্কুল। এর ফলে স্কুল ফাঁকি দেওয়া কঠিন হবে পড়ুয়াদের জন্য। স্কুলের নাম করে অন্য কোথাও গেলে জানতে পেরে যাবেন অভিভাবকেরা।
ইছাপুরের বিভুকিঙ্কর হাইস্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, পড়ুয়াদের উপস্থিতি ডিজিটাল মাধ্যমে রেকর্ড করা হবে তো বটেই, একইসঙ্গে মেডিক্যাল এমারজেন্সির তথ্যও রাখা হবে স্কুলের অ্যাপের মাধ্যমে। স্কুল সূত্রে জানা গিয়েছে, অভিভাবকরা মাঝে শিক্ষকদের কাছে অভিযোগ করেন, কয়েকজন পড়ুয়া স্কুলের নাম করে বাড়ি থেকে বেরিয়ে অন্যত্র যাচ্ছে। আবার স্কুল শেষের সময়েই বাড়ি ফিরছে। মাঝখানের এই সময়টাতে যে তারা স্কুলে নেই, সেই খবর মা বাবার কাছে থাকছে না। গোটা বিষয়টি নিয়ে দুশ্চিন্তা ভুগছিলেন শিক্ষক-অভিভাবিক দু’পক্ষ।
এই পরিস্থিতি পরিবর্তনেই ডিজিটাল অ্যাটেনডেন্স পদ্ধতি চালু করল ইছাপুরের বিভুকিঙ্কর হাইস্কুল। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, পড়ুয়াদের আইকার্ডে থাকছে কিউআর কোড। সেই কোড স্কুলে প্রবেশের সময় স্ক্যান করলে অভিভাবকদের মোবাইলে ম্যাসেজ চলে যাবে। স্কুল থেকে বেরোনোর সময়ও একই পদ্ধতিতে অভিভাবকরা পেয়ে যাবেন ছেলে-মেয়ের স্কুল থেকে বেরোনোর খবর। চারজনের ফোন নম্বর যুক্ত করা যাবে স্কুলের এই অ্যাপে। উপস্থিতি সংক্রান্ত তথ্য ছাড়াও দুর্ঘটনা পরিস্থিতির মোকাবিলার জন্য অসুস্থতার বিশেষ কোনও পরামর্শ, ব্লাড গ্রুপ, স্বাস্থ্যসাথী বা মেডিক্লেম সংক্রান্ত তথ্য অ্যাপে থাকবে।
স্কুলের প্রধান শিক্ষক বিবেক বালা বলেন, “অভিভাবকদের সঙ্গে আলোচনা করে তাঁদের সহায়তাতেই এই ব্যবস্থা চালু করা সম্ভব হয়েছে।” এদিন আনুষ্ঠানিক সূচনা অনুষ্ঠানে এসে উত্তর বারাকপুর পুরসভার চেয়ারম্যান মলয় ঘোষ বলেন, এর ফলে অভিভাবকরা জানতে পারবেন ছেলে মেয়েরা কোন সময় স্কুলে এল, কখন স্কুল থেকে বেরলো। পুরসভা এলাকার সবকটি স্কুলেই এই ডিজিটাল অ্যাটেনডেন্স চালু করার উদ্যোগ নেওয়া হবে।