ট্রাম্পের রোষানল! এবার মার্কিন ‘শুল্কবোমা’য় রক্তাক্ত ইউরোপীয় ইউনিয়ন ও মেক্সিকো

ট্রাম্পের রোষানল! এবার মার্কিন ‘শুল্কবোমা’য় রক্তাক্ত ইউরোপীয় ইউনিয়ন ও মেক্সিকো

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুল্কযুদ্ধের ময়দানে ট্রাম্পের রোষানলে এবার মেক্সিকো ও ইউরোপীয় ইউনিয়ন। খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশাল মিডিয়ায় ইউরোপীয় ইউনিয়ন ও মেক্সিকোর উপর ৩০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেছেন। আগামী ১ আগস্ট থেকে লাগু হয়ে যাবে নয়া শুল্ক নীতি।

শুল্ক অস্ত্রে শান দিয়ে গত কয়েকমাস ধরে এলোপাথাড়ি তলোয়ার চালাতে শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে গত বুধবার লিবিয়া, আলজেরিয়া, ইরাক, মলদোভা, ফিলিপিন্স ও ব্রুনাইয়ের উপর শুল্কবাণ ছুড়েছেন ট্রাম্প। এখনও পর্যন্ত ২০টি দেশের উপর চেপেছে বাড়তি শুল্ক। এই স্তালিকায় রয়েছে, মায়ানমার, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, জাপানের মতো দেশ। এমনকী আমেরিকার বন্ধু রাষ্ট্রও ট্রাম্পের কোপ থেকে রেহাই পায়নি। সেই তালিকাতেই এবার যুক্ত হল মেক্সিকো ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি।

ট্রাম্পের তরফে জানানো হয়েছে, আগামী ১ আগস্ট থেকে এই দেশগুলির উপর বাড়তি ৩০ শতাংশ শুল্ক চাপানো হয়েছে। এখানে মেক্সিকোর উপর বাড়তি শুল্ক চাপানোর প্রেক্ষিতে ট্রাম্প জানিয়েছেন, আমেরিকার বারবার জানানো সত্ত্বেও মেক্সিকো থেকে মাদক পাচারে কোনওরকম রাশ টানেনি মেক্সিকো সরকার যার জেরেই এই পদক্ষেপ। পাশাপাশি ট্রাম্পের দাবি অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্যে ভারসাম্যহীনতা তৈরি করছে। অর্থাৎ আমেরিকার বিরুদ্ধে গিয়ে বাণিজ্যিক পদক্ষেপ করছে যার জেরেই এই শুল্ক কোপ।

এখনও পর্যন্ত মার্কিন শুল্কবোমায় সবচেয়ে বেশি আহত হয়েছে ব্রাজিল। ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে ব্রাজিলের উপর। দ্বিতীয়স্থানে রয়েছে মায়ানমার ও লাওস। এই দুই দেশের উপর চেপেছে ৪০ শতাংশ শুল্ক। কম্বোডিয়া, থাইল্যান্ডের উপর ৩৬ শতাংশ, বাংলাদেশ, সার্বিয়ার উপর ৩৫ শতাংশ, ইন্দোনেশিয়ার উপর ৩২ শতাংশ। এছাড়া অন্যান্য আরও একাধিক দেশের উপর ২৫ থেকে ৩০ শতাংশ শুল্ক আরোপ করেছে। যদিও এই তালিকায় এখনও ভারতের নাম আসেনি। জানা যাচ্ছে, যেহেতু দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি চলছে, তাই ভারতের বিরুদ্ধে এখনই কোনও পদক্ষেপ নিতে নারাজ হোয়াইট হাউস।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *