সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতাতেই ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতি হয়েছে, স্পষ্ট জানিয়ে দিলেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও। একটি সাক্ষাৎকারে তিনি বলেন, দুই দেশের মধ্যে শান্তি ফিরিয়েছেন মার্কিন প্রেসিডেন্টই। উল্লেখ্য, সংঘর্ষবিরতির পর থেকেই বহুবার ট্রাম্প দাবি করেছেন তাঁর হস্তক্ষেপেই শান্ত হয়েছে ভারত-পাকিস্তান।
গত সপ্তাহে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেন, আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার পর গড়ে প্রত্যেক মাসে একটি করে যুদ্ধ থামিয়েছেন ট্রাম্প। সেই তালিকায় রয়েছে থাইল্যান্ড-কম্বোডিয়া যুদ্ধ, ইরান-ইজরায়েল যুদ্ধ, রোয়ান্ডা-কঙ্গো যুদ্ধ, সার্বিয়া-কসোভো যুদ্ধ, মিশর-ইথিওপিয়া যুদ্ধ। ভারত-পাকিস্তান সংঘর্ষও থামিয়েছেন ট্রাম্প, এমনটাই দাবি করেন ক্যারোলিন।
প্রেস সচিবের সুরেই সুর মিলিয়েছেন মার্কিন বিদেশসচিব। বৃহস্পতিবার সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেন, “আমরা দেখেছি, ভারত আর পাকিস্তান যুদ্ধ শুরু করে দিল। সেখানে আমরা সরাসরি যুক্ত ছিলাম। পরে যেভাবে শান্তি স্থাপন হল সেটাও প্রেসিডেন্টেরই কাজ। সম্প্রতি থাইল্যান্ড-কম্বোডিয়া যুদ্ধেও তাই হয়েছে। ৩০ বছর ধরে চলা রোয়ান্ডা-কঙ্গো যুদ্ধও থামাতে পেরেছি।” রুবিওর কথায়, এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতেও আমেরিকা যথেষ্ট সক্রিয় হয়ে উঠবে।
উল্লেখ্য, ভারত-পাক সংঘর্ষবিরতির দিন থেকেই এই বিষয়ে কৃতিত্ব দাবি করে আসছেন ডোনাল্ড ট্রাম্প। যদিও ভারত সরকারের একাধিক প্রতিনিধি, এমনকী খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পর্যন্ত দ্বিপাক্ষিক যুদ্ধবিরতির কথাই বলেন। তৃতীয়পক্ষ মধ্যস্থতা করেননি বলেও জানান। এমনকী সম্প্রতি ফোনেও ট্রাম্পকে সেকথা সরাসরি স্পষ্ট করে দেন মোদি। তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে ভারতের সংঘর্ষবিরতি নিয়ে আলোচনাও হয়েছে ইসলামাবাদের অনুরোধেই, তৃতীয়পক্ষের অস্তিত্ব ভারত মেনে নেবে না। কিন্তু ভারতের দাবি উড়িয়ে নিজের অবস্থানে অনড় থেকেছেন ট্রাম্প। এবার তাঁর প্রশাসনিক কর্তারাও দাবি করছেন, মার্কিন হস্তক্ষেপেই থেমেছে ভারত-পাক সংঘর্ষ।