সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ম্যাঞ্চেস্টার টেস্টে নিশ্চিত হারের মুখে দাঁড়িয়ে অভাবনীয় লড়াই করছেন শুভমান গিল এবং কে এল রাহুল। চতুর্থ দিনের শুরুতে যেখানে পরাজয় নিশ্চিত মনে হচ্ছিল, সেখানে দিনের শেষে অন্তত ম্যাচ বাঁচিয়ে নেওয়ার ক্ষীণ একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তবে দিল্লি এখনও বহুদূর। ম্যাচ বাঁচাতে হলে রবিবার একই রকম দৃঢ়তার সঙ্গে খেলতে হবে টিম ইন্ডিয়াকে। সঙ্গে প্রয়োজন পড়বে আরও এক জনের। তিনি ঋষভ পন্থ।
কিন্তু প্রশ্ন হল, প্রথম ইনিংসে ভাঙা পা নিয়ে বীরত্ব দেখানো পন্থ কি দ্বিতীয় ইনিংসেও খেলতে পারবেন? ভারতীয় দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক আশাবাদী। শনিবার দিনের শেষে তিনি বলছেন, “পন্থ কাল ব্যাট করবে।” ভারতীয় শিবির সূত্রে খবর, দরকার পড়লে রবিবার পন্থকে ব্যাট করতে পাঠানো হবে। তবে সেটা পাঁচ নম্বরে নয়। একটু নিচের দিকে। কারণ পাঁচে ব্যাট করলে সিঙ্গলস নেওয়াটা দরকারি। সেটা সম্ভবত পন্থ পারবেন না। পরে নেমে টেল এন্ডারদের সঙ্গে খেলতে পারেন তিনি।
ম্যাঞ্চেস্টার টেস্টের প্রথম দিন ক্রিস ওকসের বল রিভার্স সুইপ মারতে গিয়ে পায়ে চোট পান ঋষভ পন্থ। দ্বিতীয় দিন শুরুর আগে জানা যায়, ইংল্যান্ড সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন। বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। এরপরও দলের স্বার্থে ব্যাট করতে নেমে ৫৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস উপহার দেন তিনি। তাঁর সেই ইনিংস ইতিমধ্যেই ক্রিকেটীয় বীর গাঁথায় লেখা হয়ে গিয়েছে। দরকারে আবারও পন্থের সেই বীরত্বের প্রয়োজন পড়বে ভারতের। সেটা স্পষ্ট করে দিলেন ব্যাটিং কোচ।
কিন্তু প্রশ্ন হল, রবিবার ম্যাচ বাঁচাতে টিম ইন্ডিয়ার পরিকল্পনা কী? ব্যাটিং কোচ সীতাংশু কোটাক বলছেন, “আগে থেকে সেভাবে পরিকল্পনা করে কিছু করা যাবে না। প্রত্যেকটা বল তার প্রাপ্য মর্যাদা দিয়ে খেলতে হবে। অহেতুক ঝুঁকি নেওয়ার দরকার নেই।” তাঁর বিশ্বাস, এই পিচে সেট হওয়া ব্যাটারদের আউট করা কঠিন। যদি না কোনও একটা বা দুটো বল অস্বাভাবিক আচরণ করে। তিনি বলছেন, “আমাদের ব্যাটারদের যোগ্যতা আছে। শনিবারের মতো রবিবারও ব্যাট করার ক্ষমতা এদের আছে।”