টেক সিটি বেঙ্গালুরুতেই ডিজিটাল অ্যারেস্ট! ক্যামেরার সামনে ২ মহিলাকে নগ্ন করে টাকা লুট ভুয়ো পুলিশের

টেক সিটি বেঙ্গালুরুতেই ডিজিটাল অ্যারেস্ট! ক্যামেরার সামনে ২ মহিলাকে নগ্ন করে টাকা লুট ভুয়ো পুলিশের

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার ‘টেক সিটি’ বেঙ্গালুরুতেই ডিজিটাল অ্যারেস্ট! শারীরিক পরীক্ষার নামে ক্যামেরার সামনে দুই মহিলাকে নগ্ন করে হাজার হাজার টাকা লুটের অভিযোগ উঠল সাইবার প্রতারকদের বিরুদ্ধে। জানা গিয়েছে, মোট ৯ ঘণ্টা ধরে ভুয়ো পুলিশ সেজে তাঁদের ডিজিটাল অ্যারেস্ট করে প্রতারকরা।

ঠিক কী ঘটেছে? জানা যাচ্ছে, গত ১৭ জুলাই বেঙ্গালুরুর বাসিন্দা বছর ছেচল্লিশের এক মহিলার বাড়িতে তাঁর এক বান্ধবী আসেন। সেই সময় হঠাৎই তাঁদের কাছে একটি ফোন আসে। সেই ফোনের উলটো দিকে থাকা প্রতারক নিজেকে কোলাবা থানার পুলিশ আধিকারিক বলে দাবি করে। সে জানায়, ওই দুই তরুণীর বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে। এরপরই প্রতারক তাঁদেরকে গ্রেপ্তারির জাল নথি পাঠায়। আতঙ্কিত হয়ে পড়েন দু’জন। অভিযোগ, গ্রেপ্তারি এড়াতে তাঁদের কাছ প্রায় ৬০ হাজার টাকার দাবি জানায় ওই প্রতারক। শুধু তাই নয়, শারীরিক পরীক্ষার নাম করে তাঁদেরকে ক্যামেরার সামনে নগ্ন হতেও বাধ্য করা হয় বলে অভিযোগ উঠেছে। ওই দুই মহিলার বয়ান অনুযায়ী, মোট ৯ ঘণ্টা ধরে তাঁদের ডিজিটাল অ্যারেস্ট করে রাখা হয়। গত শনিবার বেঙ্গালুরুর পূর্ব সিইএন থানায় দুই মহিলা অভিযোগ দায়ের করেন। পুলিশ সূত্রে খবর, ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। দুই মহিলার মধ্য়ে এক জন তথ্যপ্রযুক্তি কর্মী এবং অপরজন যোগ শিক্ষক।  

প্রসঙ্গত, গত বছরের শেষ থেকে ডিজিটাল অ্যারেস্টের নাম করে প্রতারণা বেশি করে সামনে আসছে। সিবিআই, ইডি কিংবা অন্যান্য কেন্দ্রীয় সংস্থার নাম করে ফোন করার পর ভয় দেখিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকা। সাইবার প্রতারণার থেকে বাঁচতে কেন্দ্রীয় সরকারের তরফে সচেতনতা মূলক প্রচারও করা হচ্ছে। তারপরও দেশের বিভিন্ন কোণা থেকে ডিজিটাল অ্যারেস্টের শিকার হওয়ার খবর আসতেই থাকছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *