টুঙ্গির পর মেখলিগঞ্জেও বাঙ্কার? ‘নো ম্যানস ল্যান্ডে’ বিজিবির নির্মাণে বাধা বিএসএফের

টুঙ্গির পর মেখলিগঞ্জেও বাঙ্কার? ‘নো ম্যানস ল্যান্ডে’ বিজিবির নির্মাণে বাধা বিএসএফের

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


বিক্রম রায়, মেখলিগঞ্জ: নদিয়ার মাজদিয়ার টুঙ্গি সীমান্তের পর কোচবিহারের মেখলিগঞ্জ। এবার বিজিবির ‘বাঙ্কার’ তৈরির চেষ্টা বানচাল করল বিএসএফ! আন্তর্জাতিক সীমান্তের নিয়ম লঙ্ঘন করে নির্মাণ কাজের চেষ্টা চালাচ্ছেন বাংলাদেশিরা। কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের কুচলিবাড়ি ও বাগডোকরা-ফুলকাডাবরি সীমান্ত থেকে এই অভিযোগ উঠে আসছিল বেশ কয়েকদিন থেকেই। এবার পদক্ষেপ নিল বিএসএফ।

শুক্রবার কুচলিবাড়ি সংলগ্ন দহগ্রাম-অঙ্গারপোঁতা সীমান্ত এলাকায় ভারতীয়দের নজরে আসে, কোনও একটি নির্মাণ কাজ চলছে! অভিযোগ ১৫০ গজের মধ্যে নির্মাণ কাজ করা হচ্ছে বিজিবির তরফে। যেটিকে বাঙ্কার বলেই মনে করা হচ্ছে। এরপরই বিষয়টি নিয়ে তৎপর হয় বিএসএফ। শেষ অবধি নির্মাণ কাজ বন্ধ রাখতে বাধ্য হয় বিজিবি। এই খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা সীমান্ত এলাকা জুড়ে। শুধু তাই নয় এই সীমান্ত থেকে কিছুটা দূরে ফুলকাডাবরি সীমান্তেও ১৫০ গজের নিয়ম ভেঙে বাংলাদেশের নাগরিকদের দ্বারা অবৈধভাবে ঘর নির্মাণের দৃশ্য চোখে পড়ে। বিএসএফের তীব্র আপত্তিতে বাংলাদেশিদের সেই চেষ্টাও ব্যর্থ হয়েছে।

গত সপ্তাহেও এই সীমান্তের জিগাবাড়ি এলাকায় বাংলাদেশিদের দ্বারা দুটি ঘর তৈরির চেষ্টা চলছিল। বিষয়টি নিয়ে বিএসএফের তরফে আপত্তি তোলা হলে শেষ অবধি কাজ করা থেকে পিছু হটে বাংলাদেশের মানুষজন। সম্প্রতি বাংলাদেশিদের বিরুদ্ধে বারবার ১৫০ গজের নিয়ম লঙ্ঘন করে নির্মাণের চেষ্টার বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এপারের ভারতীয়রা।

উল্লেখ‌্য, গত কয়েকদিন থেকে কোচবিহার জেলার এই মেখলিগঞ্জ সীমান্ত এলাকায় ভারতীয়দের কাজে বাঁধা দেবার অভিযোগ উঠে আসছে বিজিবির বিরুদ্ধে। ভারতীয় কৃষকরা তাঁদের ফসলের খেত বাঁচাতে জমিতে বেড়া দেওয়ার চেষ্টা করলে বিজিবির তরফে একাধিকবার সেই কাজ নিয়ে আপত্তি তোলা হচ্ছে। এ নিয়ে বিতর্কেও জড়িয়ে পড়ছেন দুপারের মানুষ। বিএসএফের কড়া নিরাপত্তার কারণে অবশ্য ভারতীয়রা তাদের নিজেদের জমিতে ঠিকমতো কাজ করার চেষ্টা করে যাচ্ছেন।

বিএসএফের জলপাইগুড়ি সেক্টরের এক আধিকরিক বলেন,বাংলাদেশিদের দ্বারা ১৫০ গজের নিয়ম ভেঙে কাজের বিষয়টি নজরে আসতেই সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। সীমান্তে বিএসএফ সর্বদা সজাগ রয়েছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *