টি-২০ ফরম্যাটে পাওয়ার প্লের নিয়মে বড় বদল! ঘোষণা আইসিসির

টি-২০ ফরম্যাটে পাওয়ার প্লের নিয়মে বড় বদল! ঘোষণা আইসিসির

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়সড় বদল আইসিসির নিয়মে। এবার থেকে কোনওভাবে খেলার ওভার সংখ্যা কমলে পাওয়ারপ্লে কত ওভারের সেটার হিসেব করা হত নিকটবর্তী পূর্ণ ওভারসংখ্যায়। কিন্তু নয়া নিয়মে আর ওভারে নয়, হিসেব হবে বলের নিরিখে।

কীরকম পরিবর্তন হবে নিয়মে? কুড়ি ওভার খেলা হলে পাওয়ারপ্লে হয় ৬ ওভার। কিন্তু এতদিন পর্যন্ত যে নিয়ম, তা অনুযায়ী, আট ওভারের টিটোয়েন্টি ম্যাচ খেলা হলে সেক্ষেত্রে পাওয়ারপ্লে হয় দুই ওভারের। আসলে মোট ওভারসংখ্যার ৩০ শতাংশ ওভার পাওয়ারপ্লে হিসেবে ধরা হয়। আর সেক্ষেত্রে ওভারের হিসেবটা পূর্ণসংখ্যার হিসেবেই করা হয়। কিন্তু নয়া নিয়মে হিসেব বলের নিরিখে। অর্থাৎ ৮ ওভারের ম্যাচে পাওয়ারপ্লে হবে ২.২ ওভারের। জুলাই থেকে কার্যকর হবে এই নয়া নিয়ম। একই ভাবে ৯ ওভারের ক্ষেত্রে তা দাঁড়াবে ২.৪ ওভারে। খেলা এক ওভার নষ্ট হলে তা হবে ১৯ ওভারে। সেক্ষেত্রে পাওয়ারপ্লে হবে ৫.৪ ওভারে। এভাবে প্রতিটি ওভারেরই রয়েছে আলাদা হিসেব। বল বিচার করা হবে বলেই প্রায় সব ক্ষেত্রে পূর্ণ ওভার হবে না পাওয়ারপ্লের ক্ষেত্রে। একমাত্র ১০ ওভারের ক্ষেত্রে তা হবে ৩ ওভার।

প্রসঙ্গত, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল ক্রিকেটের একগুচ্ছ নিয়ম বদল আনা হচ্ছে। টি-টোয়েন্টি এবং ওয়ানডে ক্রিকেটে স্টপ ক্লক নিয়ম বাস্তবায়নের এক বছর পর টেস্টেও এটি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। এছাড়াও অবৈধ শর্ট রানের ক্ষেত্রে ৫ রানের জরিমানা, আউটের সিদ্ধান্তের পর ডিআরএস প্রোটোকলে পরিবর্তনের মতো একাধিক নিয়ম রয়েছে। এবার সেই তালিকায় যুক্ত করা হল পাওয়ারপ্লে সংক্রান্ত নিয়মও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *