অর্ণব দাস, বারাসত: টিফিনের সময় আচমকা বজ্রপাতে অঘটন। স্কুলের মাঠেই মৃত্যু হল নবম শ্রেণির এক পড়ুয়ার। বৃহস্পতিবার দুপুরে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে আমডাঙার নীলগঞ্জ শিক্ষায়তন স্কুলে। মৃত ছাত্রের নাম হিরণ মাইতি। বছর ষোলোর ওই পড়ুয়া আমডাঙার নীলগঞ্জ খালপাড় এলাকার বাসিন্দা।
শুক্রবার স্কুলের টিফিনের সময় হিরণ স্কুলের মাঠেই ছিল। তার আশেপাশে ছিল আরও কয়েকজন। আচমকা বজ্রপাত। তাতে স্কুলের মাঠে লুটিয়ে পড়ে সে। চিৎকার চেঁচামেচি শুরু করে পড়ুয়ারা। তা নজরে পড়ে স্কুল কর্তৃপক্ষের। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে বারাসত সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসক ছাত্রকে মৃত বলে জানান। শোকে ভাসছে ছাত্রের পরিবারের লোকজন ও বন্ধুবান্ধবরা।