টানা ৩ দিন বন্ধ এসপ্ল্যানেড-হাওড়া ময়দান মেট্রো, সেক্টর ফাইভ পর্যন্ত পরিষেবা চালু কবে?

টানা ৩ দিন বন্ধ এসপ্ল্যানেড-হাওড়া ময়দান মেট্রো, সেক্টর ফাইভ পর্যন্ত পরিষেবা চালু কবে?

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


নব্যেন্দু হাজরা: প্রতীক্ষার অবসান। এসপ্ল‌্যানেড-শিয়ালদহের মধ্যে মেট্রো ছোটা এখন শুধু সময়ের অপেক্ষা। বউবাজারে বিপর্যস্ত অংশের নীচে সুড়ঙ্গ পরিদর্শনে আসছে কমিশনার অফ রেলওয়ে সেফটি (সিআরএস)। আগামী ২৭ এপ্রিল এই অংশের লাইন পরীক্ষা করে দেখবেন তিনি। আর সেই কারণেই ২৬ এপ্রিল শনিবার থেকে ২৮ এপ্রিল সোমবার পর্যন্ত বন্ধ থাকবে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা।

মেট্রোর তরফে জানানো হয়েছে, গোটা অংশেই কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল (সিবিটিসি) পরীক্ষা করে দেখবেন সেফটি কমিশনার। দেখা হবে যাত্রী নিয়ে ট্রেন ছোটার জন‌্য প্রস্তুত কিনা! তবে কোনও জায়গায় খটকা ঠেকলে নিজের পর্যবেক্ষণ জানাবেন রেলওয়ে সেফটি কমিশনার। যদিও মনে করা হচ্ছে, তা ঠিক করে যাত্রীদের জন‌্য মেট্রো চালু করতে আর এক মাসেরও কম সময় লাগতে পারে। মেট্রো সূত্রে খবর, প্রথমে ঠিক ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অংশের পরিষেবা উদ্বোধন করবেন। কিন্তু পহেলগাঁওয়ের ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর এখন মেট্রো উদ্বোধনে আসার সম্ভাবনা কম। আর তাই মে মাসের মাঝামাঝি যাত্রীদের জন‌্য হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পরিষেবা চালু হয়ে যেতে পারে।

ইতিমধ্যেই এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ পর্যন্ত ২.৪ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা যথাযথ কি না সে বিষয়ে রাজ্য দমকল বিভাগের শংসাপত্র হাতে পেয়েছে মেট্রো। এখন কমিশনার অফ রেলওয়ে সেফটির (সিআরএস) প্রতিনিধিদের পরীক্ষায় আসার অপেক্ষা। তবে তাঁদের আসার আগে দমকলের ছাড়পত্রটা ছিল আবশ্যিক। সেটা হাতে এসে গিয়েছে। মেট্রো কর্তারা জানাচ্ছেন, এসপ্ল‌্যানেড-শিয়ালদহ অংশ সবদিক থেকে পরীক্ষা করা হয়েছে। তারপরই আসছে সিআরএস। ফলে বড় কিছু বদলাতে বলার সম্ভাবনা কম। ফলে সিআরএস পরিদর্শনের কিছুদিনের মধ্যে এই রুটে মেট্রো ছোটার সম্ভাবনা। ইতিমধ্যে সেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এই লাইনে। মোটরম্যান থেকে কর্মী মোতায়েন সবকিছুই হয়ে গিয়েছে।  এরপর হবে ভাড়ার তালিকা প্রস্তুত। তবে মেট্রোকর্তারা জানাচ্ছেন, সাধারণ মানুষ এবার অপেক্ষার দিন গোনা শুরু করতে পারেন। আশা করা হচ্ছে, মাসখানেকের মধ্যেই হাওড়া-ময়দান থেকে সেক্টর ফাইভ মেট্রো ছোটা শুরু করবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *