টানা ১২ বার টসে হার! না চাইতেও লারার লজ্জার রেকর্ড ছুঁলেন রোহিত

টানা ১২ বার টসে হার! না চাইতেও লারার লজ্জার রেকর্ড ছুঁলেন রোহিত

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক-দুই নয়। টানা ১২ বার টস করতে এসে হার রোহিত শর্মার। আর পরপর একডজন টস হারায় ব্রায়ান লারার লজ্জার রেকর্ড স্পর্শ করলেন ভারত অধিনায়ক।

চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে একবারও টসে জয়ের মুখ দেখেননি রোহিত। রবিবাসরীয় ফাইনালে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ছবিটা বদলায় কি না, সেদিকে নজর ছিল ভারতীয় সমর্থকদের। কিন্তু এবারও ভাগ্যদেবী সহায় হলেন না। টস জিতে যান মিচেল স্যান্টনার। রোহিত শর্মাকে বলতে শোনা যায়, আগে ব্যাটিং করতে হবে নাকি বোলিং, সেসব নিয়ে চিন্তাভাবনা করা ছেড়ে দিয়েছেন। অর্থাৎ, তিনিও যেন মনে মনে ধরে নিয়েছেন টস হারাটাই তাঁর ভাগ্যে রয়েছে। অধিনায়ক হিসেবে লারাও টানা ১২ বার টসে হেরেছিলেন। আর সব ফরম্যাট মিলিয়ে এই নিয়ে মোট ১৫ বার টসে হার হল রোহিতের। 

২০২৩ সালের নভেম্বরে বিশ্বকাপের সেমিফাইনালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে শেষবার কোনও ওয়ানডে ম্যাচে টস জিতেছিল টিম ইন্ডিয়া। সেটাও নিউজিল্যান্ডের বিরুদ্ধে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *