সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিনের টানা বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত উত্তরের রাজ্যগুলি। লাগাতার বৃষ্টিতে গত ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে রাজস্থানে। সবচেয়ে খারাপ অবস্থা কোটা, পালী, জালোর ও ধৌলপুর জেলায়। এদিকে মৌসম ভাবনের তরফে জানানো হয়েছে এখনই বৃষ্টি কমার সম্ভবনা নেই। জোধপুরে এক কৃষক ও এক বিদ্যুৎ কর্মী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন।
কোটায় চম্বল নদীর জলস্তর বিপদসীার উপর দিয়ে বইছে। প্রবল বর্ষণের জেরে কোটা ব্যারাজ থেকে দু’লক্ষ কিউসেকের বেশি জল ছাড়া হয়েছে। ফলে জলবন্দী হয়ে গিয়েছে নীচু এলাকাগুলি। এদিকে চম্বল নদীতে মাছ ধরতে গিয়ে সাত জন ভেসে গিয়েছেন বলে খবর। তাঁদের মধ্যে একজনকে উদ্ধারক করা সম্ভব হলেও বাকিদের কোনও খোঁজ পাওয়া যায়নি। তাঁদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে রাজ্য বিপর্যয় মোকবিলা বাহিনী।
এদিকে প্রবল বৃষ্টিতে মারওয়ার জংশন থেকে লুনি পর্যন্ত রেলপথ জলের তলায় চলে গিয়েছে। এর প্রভাব পড়েছে ট্রেন চলাচলে। বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। বেশ কিছু ট্রেনকে সামদাদি-ভিলারি রুট হয়ে চালানো হচ্ছে। এই পরিস্থিতিতে মৌসম ভবনের তরফে পালী, কোটা, জোধপুর-সহ একাধিক জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। পরবর্তী ৪৮ ঘণ্টায় বেশ কয়েকটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা সব জেলার প্রশাসনিক আধিকারিকদের বিষয়টির উপর নজর রাখতে নির্দেশ দিয়েছেন।