সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী বছর ভারত এবং শ্রীলঙ্কার মাটিতে বসতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১৬তম দল হিসাবে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপের টিকিট পেয়ে গেল নামিবিয়া। আফ্রিকা অঞ্চলের কোয়ালিফায়ারের সেমিফাইনালে তানজানিয়াকে হারিয়ে ফাইনালে উঠে বিশ্বকাপ খেলা নিশ্চিত করল দক্ষিণ-পশ্চিম আফ্রিকার এই দেশটি।
২০২১, ২০২২ এবং ২০২৪ সালের পর ফের বিশ্বকাপ খেলবে নামিবিয়া। অর্থাৎ টানা চারবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে তারা। আফ্রিকা থেকে আরও একটা দল বিশ্বকাপে সুযোগ পাবে। কেনিয়া এবং জিম্বাবোয়ের মধ্যে সেমিফাইনালে জয়ী দল টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। আরও তিনটি দেশ এশিয়া-প্যাসিফিক যোগ্যতা অর্জন পর্ব খেলে সুযোগ পাবে।
জিম্বাবোয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথমে ব্যাট করে নামিবিয়া করে ৬ উইকেটে ১৭৪ রান। জবাবে তানজানিয়ার ইনিংস থামে ৮ উইকেটে মাত্র ১১১ রানে। অর্থাৎ ৬৩ রানের বড় জয় পায় নামিবিয়া। অভীক পাটোয়া (৩১) এবং মুকেশ সুথার (২৪) ছাড়া আরও কোনও ব্যাটারি তানজানিয়ার হয়ে বলার মতো কিছু করতে পারেননি।
জেজে স্মিথ (৬১*) এবং গেরহার্ড ইরাসমাস (৫৫)-এর ঝোড়ো ব্যাটিংয়ে বড় রান তোলে নামিবিয়া। বল হাতেও দুর্দান্ত ছিলেন স্মিথ। ১৬ রানে ৩ উইকেট নেন। বেন শিকোঙ্গোর শিকার ২১ রানে ৩ উইকেট। উল্লেখ্য, ২০২২ ও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম পর্ব থেকে বিদায় নিলেও ২০২১ সালে সুপার টুয়েলভে উঠেছিল নামিবিয়া।
Namibia punch their ticket to the 2026 Males’s #T20WorldCup
Extra
https://t.co/dDt752cWIw pic.twitter.com/riBXIwllij
— ICC (@ICC) October 2, 2025