রূপায়ণ গঙ্গোপাধ্যায়: শুভেন্দু অধিকারীর পর এবার হিরণের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস আনা হল বিধানসভায়। রাজ্য সরকারের প্রাপ্ত ‘স্কচ’ পুরস্কার নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এই নোটিস আনেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ১৯ তারিখ অর্থাৎ বুধবার বিধানসভায় দাঁড়িয়ে হিরণ মন্তব্য করেছিলেন, অর্থের বিনিময়ে রাজ্য সরকার একের পর এক ‘স্কচ’ পুরস্কার পেয়েছে। এই মন্তব্য আপত্তিজনক বলে সরব হন শাসকদলের বিধায়করা। বৃহস্পতিবার তার পরিপ্রেক্ষিতে চন্দ্রিমা ভট্টাচার্য নোটিস এনে দাবি করেন, হিরণ যে মন্তব্য করেছেন, তার সপক্ষে তাঁকে নথি জমা দিতে হবে। সেইমতো স্পিকার বিজেপির তারকা বিধায়ককে সতর্ক করেছেন বলে খবর।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]