সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজেদের সহবাসের ভিডিও বিক্রি করছেন দম্পতি! চাঞ্চল্যকর ঘটনা ঘটল হায়দরাবাদে। জানা গিয়েছে, ক্যামেরার সামনেই যৌনতা করতেন ওই দম্পতি। সেই দৃশ্য লাইভ সম্প্রচার করা হত। এমনকি পরেও ওই দৃশ্য ভিডিও হিসাবে বিক্রি করতেন দম্পতি। অবশেষে গ্রেপ্তার করা হয়েছে যুগলকে।
ঘটনাটি ঘটেছে মল্লিকার্জুন নগরের অম্বরপেত এলাকায়। বৃহস্পতিবার গ্রেপ্তার হয়েছে ওই দম্পতি। সেই সঙ্গে ক্যামেরা-সহ একাধিক যন্ত্রপাতিও বাজেয়াপ্ত করা হয়েছে। তবে জেরায় নিজেদের যাবতীয় কাজের কথা স্বীকার করে নিয়েছেন ওই দম্পতি। জানা গিয়েছে, নিজেদের পরিচয় আড়ালে রাখতে মুখে মাস্ক পরতেন তাঁরা। তারপর উচ্চমানের এইচডি ক্যামেরার মাধ্যমে নিজেদের যৌনতার দৃশ্য রেকর্ড করতেন। সেই ভিডিও বিক্রি করতেন মূলত অ্যাপের মাধ্য়মে। অনেক সময় ব্যক্তিগতভাবেও যৌনতার ভিডিও বিক্রি করা হত। লাইভ ভিডিওর জন্য ২ হাজার টাকা নিতেন দম্পতি। ৫০০ টাকা নেওয়া হত ভিডিও ক্লিপের জন্য।
কিন্তু কেন এমন কাজে নামলেন দম্পতি? জেরায় জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি পেশায় অটোচালক। কিন্তু দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ। তাঁর চিকিৎসায় বিরাট অর্থ ব্যয় হয়। ফলে সংসারে অভাব নিত্যসঙ্গী। এহেন পরিস্থিতিতে দুই মেয়ের পড়াশোনার খরচ যোগাতে পারছিলেন না ওই দম্পতি। জেরায় তাঁরা জানান, দুই মেয়েই অত্যন্ত মেধাবী। একজন বিটেকে দ্বিতীয় বর্ষের পড়ুয়া। অন্যজন সম্প্রতি ইন্টারমিডিয়েট পাশ করেছে, ৪৭০-এর মধ্যে ৪৬৮ নম্বর পেয়ে। কিন্তু অর্থাভাবে তাদের পড়াশোনা বন্ধ হতে বসেছিল।
দম্পতি জানান, কাজ করে তাঁরা যা উপার্জন করতেন তার চেয়ে অনেক বেশি অর্থ আসে এই ভিডিও বিক্রির মাধ্যমে। সেকারণেই এই পথে নেমেছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে ওই দম্পতির বাড়িতে হানা দিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। আপাতত আইটি অ্যাক্টের আওতায় দম্পতির বিরুদ্ধে তদন্ত চলছে। যারা ওই দম্পতির থেকে ভিডিও কিনেছিল, তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।