‘টলিউডের সবথেকে গ্ল্যামারাস এবং স্টাইলিস্ট অভিনেত্রী রুক্মিণী’, বড় সার্টিফিকেট রূপা গঙ্গোপাধ্যায়ের

‘টলিউডের সবথেকে গ্ল্যামারাস এবং স্টাইলিস্ট অভিনেত্রী রুক্মিণী’, বড় সার্টিফিকেট রূপা গঙ্গোপাধ্যায়ের

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলার রঙ্গমঞ্চের সাম্রাজ্ঞীর জীবনী সেলুলয়েডে সফলভাবে তুলে ধরতে সক্ষম হয়েছেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। আর ঠিক সেই কারণেই ‘বিনোদিনী’ (Binodinii) মুক্তির পর থেকেই চর্চার শিরোনামে অভিনেত্রী। হল ভিজিট হোক বা যে কোনও অনুষ্ঠান, যেখানেই গিয়েছেন, প্রশংসা কুড়িয়েছেন, ভালোবাসা পেয়েছেন অভিনেত্রী। নিজেকে ভেঙেচুরে নাট্যসম্রাজ্ঞীর চরিত্র আত্মস্থ করেছেন। আর সেই কঠোর কসরতের ফলই হাতেনাতে পাচ্ছেন ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ রিলিজের পর থেকে। দর্শক, সিনেসমালোচকদের রায়েও ঝকঝকে মার্কশিট তাঁর। এবার ‘ব্যক্তি’ রুক্মিণী এবং তাঁর ফ্যাশন সচেতনতার প্রশংসায় পঞ্চমুখ রূপা গঙ্গোপাধ্যায়।

সোমবার ফিল্মফেয়ার পুরস্কারে সান্ধ্যকালীন জলসায় উপস্থিত ছিলেন রূপা গঙ্গোপাধ্যায়। পরনে তাঁতের শাড়ি। চোখে চশমা। একেবারে সাদামাটা লুকে আভিজাত্যের ছোঁয়া দিলেন অভিনেত্রী। সেখানেই ক্যামেরার সামনে নেত্রী তথা অভিনেত্রীকে প্রশ্ন করা হয়, ‘টলিউডে সবথেকে কাকে বেশি গ্ল্যামারাস এবং স্ট়াইলিস্ট বলে মনে হয় আপনার?’ সেই প্রশ্নের উত্তরেই রূপা জানান, “আমার তো মনে হয় রুক্মিণী মৈত্র সবথেকে বেশি গ্ল্যামারাস এবং মানুষ হিসেবেও দারুণ।” পাশাপাশি ফিল্ম ফেয়ার-এর আয়োজনেরও প্রশংসা করেন বিজেপি নেত্রী তথা অভিনেত্রী।

এদিকে দেবের ‘রঘু ডাকাত’ ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে রূপা গঙ্গোপাধ্যায়কে। জানা গিয়েছে, ডাকাত দলের কোনও এক বিশেষ চরিত্রে থাকছেন প্রবীণ অভিনেত্রী। ইতিমধ্যেই সেই সিনেমার প্রস্তুতি শুরু করেছেন দেব-ধ্রুব জুটি। এই প্রথমবার দেবের সিনেমায় দেখা যাবে রূপা গঙ্গোপাধ্যায়কে। ২০২৫ সালের পুজোয় যে বড় চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য, তা বলাই বাহুল্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *