সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩০ জুন, সোমবার টলিপাড়ায় মেগা মিটিংয়ের আঁচ আগেই পাওয়া গিয়েছিল। এবার নির্ধারিত দিনে চ্য়ানেল কর্তৃপক্ষ এবং টেলিপর্দার প্রযোজকদের সঙ্গে বৈঠক সেরে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস। বিশেষ ত্রিপাক্ষিক কমিটি গঠন করার পাশাপাশি মহিলা শিল্পী এবং কলাকুশলীদের জন্য উন্নতমানের শৌচালয় গড়ে তোলা হবে। এমনকী বিশেষ ক্যান্টিন এবং ভালোমানের খাবারের ব্যবস্থা করা হবে বলেও জানানো হয়েছে। তবে সংশ্লিষ্ট বৈঠকের সবথেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে জানানো হয়েছে চ্যানেল-প্রযোজক এবং ফেডারেশন মিলে একটি কমিটি গঠন করা হবে। যে কমিটিতে স্টার জলসা, জি বাংলা, সান বাংলা এই তিনটি চ্যানেলের তরফে দুজন করে সদস্য থাকবেন। ফেডারেশন এবং এবং প্রযোজকদের তরফ থেকে থাকবেন তিন সদস্য। এদিন এই মেগা মিটিংয়ে স্বরূপ বিশ্বাসের পাশে দেখা গেল প্রযোজক নিসপাল সিং রানে এবং নীলাঞ্জনা শর্মাকে।
চ্যানেল, প্রযোজক এবং ফেডারেশন সব পক্ষের আলোচনায় যে মীমাংসা হবে, সেখবর আগেই ছিল। অবশেষে সোমবারের সাংবাদিক মিটিংয়ে জানিয়ে দেওয়া হল যে, আর শুটিং বন্ধ নয়, হাতে হাত রেখে একজোট হয়ে এগিয়ে যেতে হবে সবপক্ষকেই। শুটিং বন্ধ যে আখেড়ে ইন্ডাস্ট্রিরই আর্থিক ক্ষতি, তেমন ভাবনা থেকেই এদিন একজোট হয়ে ত্রিপাক্ষিক কমিটি গঠন করার পক্ষে সায় দিল প্রযোজক, চ্যানেল কর্তৃপক্ষ এবং ফেডারেশন। বিবৃতিতে জানানো হয়েছে, “৩০ জুন, আজ বাংলা ধারাবাহিকের ঐতিহাসিক দিন। একসঙ্গে পথচলার অঙ্গীকার করেছে ফেডারেশন, চ্যানেল ও প্রযোজকেরা।” পাশাপাশি সংশ্লিষ্ট বৈঠকে বেশকিছু কার্যকারী সিদ্ধান্তে উপনীত হয়েছেন সকলে, যা আদতে উন্নত টলিউড গড়ে তোলার অন্যতম ধাপ। কী সেগুলি?
১) চলতি শুটিং বন্ধ করা যাবে না। সমস্যা হলে আলোচনার মাধ্যমে সুরাহা করতে হবে।
২) ফেডারেশন দীর্ঘদিন ধরেই টেকনিশিয়ানদের মাইনে বৃদ্ধি নিয়ে সরব হয়েছিল। বৈঠকে জানানো হল, আলোচনা সাপেক্ষে সেই সমস্যার সমাধান হয়েছে। প্রায় ৩০ শতাংশ মাইনে বাড়তে চলেছে কলাকুশলীদের।
৩) এছাড়াও মহিলাদের জন্য উন্নতমানের শৌচালয় গড়ে তোলা হবে। পাশাপাশি স্বাস্থ্যসম্মত খাবার মিলবে প্রত্যেক স্টুডিওর বিশেষ ক্যান্টিনে।
ত্রিপাক্ষিক কমিটির সমন্বয় বজায় রাখার দায়ভার বর্তেছে ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস এবং প্রযোজক নিসপাল সিংয়ের উপর। উপরন্তু
সোমবারের বৈঠকে আরেকটি সুখবর দেন স্বরূপ। তিনি জানান, এবার থেকে হিন্দি সিরিয়ালের শুটিং যাতে কলকাতাতেও হতে পারে, তেমনই ব্যবস্থা করা হচ্ছে। সব ঠিক থাকলে, খুব শিগগিরি সেটাও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। সমস্যা কাটিয়ে অবশেষে আশার আলো দেখতে চলেছে টলিউড, তেমনটা আশা করাই যায়।