টপকালেন রোহিত-ধোনিকে, ছুঁলেন শেহওয়াগকে, ভাঙা পায়ে খেলেও ম্যাঞ্চেস্টারে ইতিহাস পন্থের

টপকালেন রোহিত-ধোনিকে, ছুঁলেন শেহওয়াগকে, ভাঙা পায়ে খেলেও ম্যাঞ্চেস্টারে ইতিহাস পন্থের

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেটার নন, যোদ্ধা। ম্যাঞ্চেস্টারের অসমসাহসী ইনিংস দেখে এভাবেই ঋষভ পন্থকে কুর্নিশ জানাচ্ছে ক্রিকেটমহল। লড়াকু ইনিংস খেলে ক্রিকেটপ্রেমীদের হৃদয় জিতে নেওয়ার পাশাপাশি নতুন নজির গড়েছেন তিনি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি রান করা ভারতীয়র তালিকায় সকলের উপরে উঠে এলেন পন্থ। অ্যাওয়ে সিরিজে সবচেয়ে বেশি হাফসেঞ্চুরি করা উইকেটকিপার হিসাবেও সকলের উপরে রয়েছেন তিনি। 

চলতি অ্যান্ডারসন-তেণ্ডুলকর ট্রফিতে দুরন্ত ফর্মে ছিলেন পন্থ। ম্যাঞ্চেস্টার টেস্টের আগে দু’টি নজির ভাঙার হাতছানি ছিল ভারতীয় দলের সহ অধিনায়কের সামনে। ভারতের হয়ে টেস্টে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড রয়েছে বীরেন্দ্র শেহওয়াগের। ১০৩টি টেস্টে মোট ৯০টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। সেই রেকর্ড ভেঙে দেওয়ার সুযোগ ছিল পন্থের সামনে। ম্যাঞ্চেস্টারের আগে ৪৬টি টেস্ট খেলে এখনও পর্যন্ত তিনি মেরেছেন ৮৮টি ছক্কা। ভেঙে যাওয়া পা নিয়ে খেলতে নেমেও জোফ্রা আর্চারের বলে ছক্কা মারেন পন্থ। বর্তমানে শেহওয়াগের সমসংখ্যক ছক্কা হাঁকানোর নজির রয়েছে পন্থের ঝুলিতে।

তবে সদ্য টেস্ট থেকে অবসর নেওয়া রোহিত শর্মার অনবদ্য নজির ম্যাঞ্চেস্টারে ভেঙে দিলেন পন্থ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ রান সংগ্রাহক ভারতীয় ছিলেন রোহিত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ৪০টি ম্যাচ খেলে ২৭১৬ রান করেছিলেন তিনি। ম্যাঞ্চেটারে নামার আগে এই নজির থেকে ৩৯ রান দূরে ছিলেন পন্থ। বৃহস্পতিবার ভাঙা পা নিয়ে খেলতে নেমে রোহিতের নজির ভেঙে দেন তিনি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন ৩৮ টেস্টে ২৭৩১ রানের মালিক পন্থ।

এছাড়াও বিদেশের মাটিতে সবচেয়ে বেশি হাফসেঞ্চুরি করা উইকেটকিপারের তাজও এখন পন্থের মাথায়। এতদিন এই নজির ছিল মহেন্দ্র সিং ধোনির দখলে। অ্যাওয়ে সিরিজে ৮টি অর্ধশতরান এসেছিল তাঁর ব্যাট থেকে। তবে বৃহস্পতিবারের ম্যাঞ্চেস্টারে সেই নজির ভাঙলেন পন্থ। তাঁর ঝুলিতে রয়েছে অ্যাওয়ে সিরিজের ৯টি হাফসেঞ্চুরি। এক সিরিজে সবচেয়ে বেশিবার হাফসেঞ্চুরি করা ভারতীয়র রেকর্ড ঋষভের দখলে। চলতি সিরিজে ৫টি হাফসেঞ্চুরি করেছেন তিনি। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *