সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান দ্বৈরথ বহুদিন বন্ধ। পাকিস্তানের একের পর এক সন্ত্রাসবাদী কার্যকলাপের পর এই সিদ্ধান্ত নিয়েছে ভারত। এরপর পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। এই আবহে শোনা গেল, জ্যাভলিনের মাঠেও ভারত বনাম পাকিস্তান লড়াই হবে না। কারণ, সাইলেসিয়া ডায়মন্ড লিগ থেকে নাম তুলে নিয়েছেন নীরজ চোপড়া এবং আরশাদ নাদিম, দু’জনেই।
১৬ আগস্ট থেকে শুরু হওয়ার কথা এই ইভেন্টের। লিগের আয়োজকেরাও পর্যন্ত জানিয়েছিলেন দুই তারকার দ্বৈরথের কথা। নীরজ এবং নাদিম, দুই অ্যাথলিটই নাম নথিভুক্ত করেছিলেন। তবে শেষমেশ দু’জনই নাম প্রত্যাহার করে নিয়েছেন। সেই কারণেই প্যারিস অলিম্পিকের পর ফের দুই প্রতিযোগীর মুখোমুখি হওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, তা আর থাকল না।
ভারত-পাক সংঘর্ষ প্রভাব ফেলেছিল নীরজ চোপড়া এবং আরশাদ নাদিমের বন্ধুত্বেও। নিজের নামে আয়োজিত প্রতিযোগিতা এনসি ক্লাসিকে নাদিমকে আমন্ত্রণ জানানোর জন্য সমালোচিত হতে হয়েছিল নীরজকেও। তবে নীরজ সাফ জানিয়েছিলেন, “আমি স্পষ্ট জানিয়ে দিতে চাই ওর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক নেই। আমার সঙ্গে কেউ ভালোভাবে কথা বললে আমিও সেই সম্মানটা দিই। অ্যাথলেটিক্স দুনিয়ায় অনেকেই আমার বন্ধু।”
তবে নীরজ কেন সাইলেসিয়া ডায়মন্ড লিগ থেকে নাম তুলে নিয়েছেন, তা অবশ্য এখনও জানা যায়নি। দুই প্রতিদ্বন্দ্বী নাম তুলে নেওয়ায় প্রশ্ন উঠছে, জ্যাভলিনের মঞ্চে ভারত-পাক দ্বৈরথ দেখা যাবে কবে? মনে করা হচ্ছে, বিশ্ব চ্যাম্পিয়নশিপের মঞ্চে দেখা যেতে পারে দুই তারকাকে।