জ্বলছে দুর্গা মূর্তি! ছাব্বিশে ভোটের আগে ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর ট্রেলারে শুধুই ‘প্রোপাগান্ডা’?

জ্বলছে দুর্গা মূর্তি! ছাব্বিশে ভোটের আগে ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর ট্রেলারে শুধুই ‘প্রোপাগান্ডা’?

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোট এলেই ফিল্মি দুনিয়ায় প্রোপাগান্ডা ছবির রমরমা নতুন নয়। বলিউড এক্ষেত্রে শীর্ষ স্থানাধিকারী। সিনেমাকে মগজ ধোলাইয়ের অস্ত্র বানিয়ে অতীতে একাধিক সিনেমা মুক্তি পেয়েছে। এবার ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর ট্রেলারও তেমনই ঝলক দেখালেন গেরুয়াপন্থী পরিচালক বিবেক অগ্নিহোত্রী। গত এপ্রিল মাসে উত্তপ্ত মুর্শিদাবাদে শুটিং করতে এসে বাংলাকে কাশ্মীরের সঙ্গে তুলনা করে নেটপাড়ার একাংশের বিরাগভাজন হয়েছিলেন পরিচালক। এবার ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর ট্রেলারে যে রোমহর্ষক কোলাজ দেখালেন, তাতে প্রশ্ন উঠেছে, বিবেক কি কোনও অভিসন্ধি নিয়েই বাংলার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে নিজের সিনেমার নাম বদলে ‘দ্য বেঙ্গল ফাইলস’ রাখলেন?

একুশে শত চেষ্টা করেও বাংলায় পদ্ম ফোটাতে ব্যর্থ হয়েছে গেরুয়া শিবির! অতঃপর পাখির চোখ যে ছাব্বিশের বিধানসভা ভোটের দিকে, তা বলাই বাহুল্য। তার প্রাক্কালেই পঁচিশে নতুন সিনেমা ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর ট্রেলারে বাংলায় সাম্প্রদায়িক হিংসার কথা তুলে ধরেছেন বিবেক। ট্রেলারের শুরুতেই নেপথ্য কণ্ঠে বলতে শোনা যায়, “আমি একজন কাশ্মীরি পণ্ডিত, তাই হলফ করে বলতে পারি যে বাংলা আরেকটা কাশ্মীর হতে চলেছে…।” এক দৃশ্যে জ্বলন্ত দুর্গা মূর্তিকেও দেখানো হয়েছে। শুধু তাই নয়, ট্রেলারে এও প্রশ্ন ছোড়া হয়েছে যে, স্বাধীনতার ৮০ বছর পরও কেন ধর্মীয় মেরুকরণের রাজনীতির জেরে সাম্প্রদায়িক হিংসা ঘটছে? অতঃপর ট্রেলার মুক্তির পরই ‘দ্য বেঙ্গল ফাইলস’ ছবিটি ঘিরে অন্য ‘স্ট্র্যাটেজি’ দেখছে দর্শক, অনুরাগীরা। একাংশের প্রশ্ন, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই কি শেষ মুহূর্তে সিনেমার নাম বদলে ফেললেন বিবেক অগ্নিহোত্রী? যদিও সেন্সর বোর্ডের তরফে এখনও পর্যন্ত কোনও আপত্তির কথা শোনা যায়নি, তবে ভবিষ্যতে কোনও ‘কাঁচি’ চলবে কিনা, সেই আশঙ্কাও অমূলক নয়!

 
 
 
 
 
View this publish on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by #IAmBuddha (@iambuddha_films)

বিবেক অগ্নিহোত্রীর ‘ফাইলস’ ট্রিলজির তৃতীয় রাজনৈতিক থ্রিলার ‘দ্য দিল্লি ফাইলস’। খবর আগেই ছিল যে ‘তাসখন্দ ফাইলস’, ‘কাশ্মীর ফাইলস’ ছবির পর দিল্লির রাজনৈতিক প্রেক্ষাপটে ছবি বানাতে চলেছেন পরিচালক। গতবছর অক্টোবর মাসে ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে এনে বিবেক হইচই ফেলে দিয়েছিলেন, কারণ এই ছবির নাম ‘দ্য দিল্লি ফাইলস’ হলেও সাবলাইনে উল্লিখিত ছিল ‘দ্য বেঙ্গল চ্যাপ্টারে’র কথা। অতঃপর বিবেকের এই সিনেমার সঙ্গে যে বাংলার একটা যোগ ছিলই, তা আগেভাগেই আঁচ করা গিয়েছিল। কিন্তু তাই বলে মুক্তির আগে সিনেমার নামটাই বদলে দিলেন পরিচালক! গত মঙ্গলবার নতুন পোস্টার প্রকাশ্যে এনে বিবেক অগ্নিহোত্রী ঘোষণা করেছিলেন, “দর্শকদের চাহিদার জন্যই ‘দ্য বেঙ্গল ফাইলস’ নামটা রাখলাম।” এবার রোমহর্ষক ট্রেলার দেখিয়ে প্রোপাগান্ডা উসকে দেওয়ার কথা মনে করিয়ে দিলেন বিবেক অগ্নিহোত্রী। ই ছবিতে মিঠুন চক্রবর্তী, অনুপম খের, দর্শন কুমার এবং পল্লবী যোশী-সহ বিশিষ্ট অভিনেতারা গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। বিশেষ ভূমিকায় দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায় এবং সৌরভ দাসকে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *