সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হংকং ওপেনে জোড়া সোনা জেতার স্বপ্ন অধরা ভারতের। সিঙ্গলসে লক্ষ্য সেন এবং ডবলসে সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টিরা হেরে গেলেন ফাইনালে। ফলে সোনা জেতার সুবর্ণ সুযোগ হারালেন তাঁরা।
পুরুষদের সিঙ্গলস সিঙ্গলস ফাইনালে চিনের লি শি ফেং-এর কাছে হার মানলেন লক্ষ্য সেন। তাঁর সামনে এদিন কার্যত তাঁকে অসহায় লেগেছে। খেলার ফলাফল ১৫-২১, ১২-২১। অন্যদিকে, ডবলসের ফাইনাল কিন্তু বেশ হাড্ডাহাড্ডি ছিল। জমাটি ফাইনালে লড়াই করে চিনা জুটি লিয়াং ওয়েই কেং এবং ওয়াং চ্যাংয়ের কাছে পরাস্ত হলেন সাত্ত্বিক-চিরাগ।
Lakshya Sen put up a tough fought efficiency pic.twitter.com/nigctqv4E6
— RCBIANS OFFICIAL (@RcbianOfficial) September 14, 2025
ব্যাডমিন্টন সুপার ৫০০ প্রতিযোগিতার প্রথম গেমে অবশ্য চিনা প্রতিযোগীকে একচুলও জায়গা ছাড়েননি লক্ষ্য সেন। কিন্তু ৯ পয়েন্টের পর খেই হারিয়ে ফেলেন ২০২১ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদকজয়ী লক্ষ্য। বিপক্ষ শাটলারের স্ম্যাশ রিটার্ন করতে বারবার সমস্যায় পড়ছিলেন তিনি। প্রথম গেমের পর দ্বিতীয় গেমেও হার স্বীকার করেন ২৪ বছর বয়সি ভারতীয় শাটলার।
ডবলস ফাইনালেরও শুরুটা দুর্দান্ত করেছিলেন সাত-চি জুটি। প্রথম গেমে ২১-১৯ ব্যবধানে জয়ী হন সাত্ত্বিক-চিরাগ। কিন্তু এর পরেই জাঁকিয়ে বসেন চিনা শাটলাররা। বাকি দু’টি গেম ১৪-২১, ১৭-২১ ব্যবধানে হেরে যান ভারতীয় জুটি। সোনা হাতছাড়া হওয়ার আপসোস যাচ্ছে না ভারতীয় জুটির। তবে নিজেদের পারফরম্যান্স নিয়ে হতাশ নন তাঁরা। ম্যাচের পর চিরাগ বলেন, “ভালো একটা সপ্তাহ কেটেছে। বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়ের পর এই প্রতিযোগিতার ফাইনাল খেলেছি। শিরোপা জিতলে আরও ভালো লাগত। তবে প্রতিপক্ষ জুটিকে কৃতিত্ব দিতেই হবে। ওরা খুবই ভালো খেলেছে।”
#HongKongOpen2025 – Males’s Doubles
Liang Wei Keng/Wang Chang (CHN)
Satwiksairaj Rankireddy/Chirag Shetty (IND)Congratulations to each pairs! pic.twitter.com/K52lqSlbBY
— Badminton Speak (@BadmintonTalk) September 14, 2025
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন