সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জোড়া ছাতা দিয়ে পায়ে সাপোর্ট! কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের ম্যাচে চূড়ান্ত অব্যবস্থার ছবি প্রকাশ্যে চলে আসে সোমবার। তবে সৌভাগ্যবশত যে ফুটবলারের চোটে ছাতার সাপোর্ট দেওয়া হয়েছিল, সেই তারক হেমব্রমের চোট খুব একটা গুরুতর নয়। একদিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন তিনি। তবে প্রায় দেড় মাস তাঁকে মাঠের বাইরে থাকতে হবে।
সোমবার মোহনবাগান বনাম রেলওয়ে এফসি ম্যাচের ৩৫ মিনিটে চোট পান প্রতিশ্রুতিমান ফুটবলার তারক হেমব্রম। মার্শাল কিস্কুর সঙ্গে সংঘর্ষে বাঁ-পায়ে গুরুতর চোট পান তারক। যন্ত্রণায় রীতিমতো কাতরাতে থাকেন। তাঁর শুশ্রূষা শুরু করেন মোহনবাগানের চিকিৎসক। তারপর দেখা যায়, যখন তাঁর পায়ে ব্যান্ডেজ করে নিয়ে যাওয়া হচ্ছিল, সেখানে দুটো ছাতা দিয়ে সাপোর্ট দেওয়া। পরে তাঁকে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারকের চিকিৎসায় বড় ভূমিকা নেন ইউনাইটেড স্পোর্টসের কর্তা নবাব ভট্টাচার্য।
সেই নবাবই মঙ্গলবার জানালেন, তারক হেমব্রমকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এমআরআই রিপোর্ট, অনুযায়ী তাঁর লিগামেন্ট স্ট্রেচ হয়েছে। আপাতত তাঁকে অন্তত ৩০ থেকে ৪৫ দিন ভালো করে রিহ্যাব করতে হবে। নবাব জানিয়েছেন, আশা করা যায় তারক শীঘ্রই মাঠে ফিরবে। তারক হয়তো দ্রুত মাঠে ফিরবেন। কিন্তু বাংলার একজন তরুণ, প্রতিশ্রুতিমান ফুটবলারের গুরুতর চোটের ক্ষেত্রে ছাতা দিয়ে ব্যান্ডেজ বেঁধে পরিচর্যা? কলকাতা লিগের এই চরম অব্যবস্থা দেখে ক্ষুব্ধ বাংলার ফুটবলপ্রেমীরা।